
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ন আহবায়ক মাহবুব আলম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে প্রার্থী হতে পারেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।
গতকাল শুক্রবার (১৭ অক্টোবর) বিকাল ৪ টায় রামগঞ্জের ৪নং ইছাপুর ইউনিয়ন পরিষদের সামনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত উঠান বৈঠক ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাহবুব আলম বলেন, বিগত ১৭ বছরে রামগঞ্জে উল্লেখযোগ্য কোন উন্নয়ন সংঘটিত হয়নি। যার ফলে রামগঞ্জ উপজেলা অবকাঠামোগত ভাবে ভেঙে পড়েছে। মানুষের বাকস্বাধীনতাকে এমন ভাবে হরণ করা হয়েছে যে মানুষ তার চাহিদাটুকু প্রকাশ করতে পারেনি। গত ৫ আগস্টের পটপরিবর্তনের ফলে মানুষ তার মত প্রকাশের স্বাধীনতা ফিরে পেয়েছে। সেই বাস্তবতায় মানুষ তার দুঃখ দুর্দশা গুলো আমাদের সাথে শেয়ার করছে।
তিনি বলেন, রামগঞ্জ তথা ৪ নং ইছাপুর ইউনিয়নের গর্ব যে এই মাটি থেকে আমরা একজন উপদেষ্টা পেয়েছি। যার মাধ্যমে আমরা রামগঞ্জের অব কাঠামোগত উন্নয়নের চেষ্টা করে যাচ্ছি। এ সময় তিনি উপদেষ্টা মাহফুজ আলমের মাধ্যমে রামগঞ্জের বিভিন্ন উন্নয়নমূলক কর্মে কাণ্ডের কথা তুলে ধরেন।
এ সময় মাহবুব আলম বলেন, আগামী নির্বাচনে আমরা রামগঞ্জের এ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করব। উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলে মাহফুজ আলম এই আসনের প্রার্থী হতে পারে বলেও জানান তিনি।
এনসিপির কেন্দ্রীয় যুগ্ন আহবায়ক আরও বলেন, ৫ আগস্টের পরে এ দেশে পুরনো রাজনৈতিক বন্দোবস্তের কবর রচনা হয়েছে। প্রতিহিংসার এমন রাজনীতি এ দেশে আর চলতে দেয়া হবে না যে, ক্ষমতাসীনরা বিরোধীদের উপর নির্যাতন চালাবে। আগামী দিনে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত বাংলাদেশ গরতে এনসিপিতে যুক্ত হওয়ার জন্য আহ্বানও জানান তিনি।
এনসিপির রামগঞ্জ উপজেলা আহ্বায়ক মাসুম বিল্লাহর সভাপতিতে যুগ্ম সদস্য সচিব মাহমুদুন নবী টিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এনসিপির সদস্য আরিফ সোহেল, ইসলামী আন্দোলনের ইউনিয়ন সভাপতি ডাঃ ইসমাইল, ছাত্র প্রতিনিধি ইসমাইল রাফি, নাইম সালেহীন প্রমুখ।