
লক্ষ্মীপুর জেলার সকল থানা, ফাঁড়ি ও তদন্তকেন্দ্রের ইনচার্জ এবং ডিএসবি শাখার সকল সদস্যদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৩ ডিসেম্বর) মাননীয় পুলিশ সুপার, লক্ষ্মীপুর মোঃ আবু তারেকের সভাপতিত্বে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোঃ রায়হান কাজেমী, ডিআইও-০১ (ডিএসবি) মোঃ মাহফুজুর রহমানসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, গোয়েন্দা কার্যক্রম জোরদার, আসন্ন নির্বাচনসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সতর্কতা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।








