
বঙ্গোপোসাগরে মাছ ধরতে গিয়ে এবার বিশাল আকারের এক ইলিশ ধরে সাড়া ফেলে দিয়েছেন ভোলার জেলে সাদ্দাম হোসেন। তাঁর জালে ধরা পড়েছে প্রায় আড়াই কেজি ওজনের একটি বিরল আকারের ইলিশ। মাছটি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মতিরহাট ঘাটে নিলামে বিক্রি হয়েছে সর্বোচ্চ দামে—৯ হাজার ২০০ টাকা।
আজ, রোববার (২৬ অক্টোবর) সকালে এই মাছটি সর্বোচ্চ দর দিয়ে কিনে নিয়েছেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী আমির হোসেন। ইলিশটির আকার এবং দাম—দুই-ই এখন আলোচনার কেন্দ্রে।
জানা গেছে, ভোলার জেলে সাদ্দাম হোসেন তাঁর ১৫ জন সঙ্গী নিয়ে মাছ শিকারের উদ্দেশ্যে গভীর সাগরে যান। গত শনিবার রাতে জাল ফেললে অন্যান্য ইলিশের সঙ্গে বিরল আকারের এই বড় ইলিশটিও ধরা পড়ে। পরে মাছটি মতিরহাট ঘাটের আড়তে আনা হলে সেটি নিলামে তোলা হয়। নিলামে ৯ হাজার ২০০ টাকা দাম ওঠে এবং মাছটি বিক্রি হয়ে যায়।
আড়তদার মো. বাবুল জানান, “জেলে সাদ্দাম একসঙ্গে বেশ কিছু মাছসহ এই বড় ইলিশটি আড়তে নিয়ে আসেন। উল্লেখ্য, ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে প্রথম দিনেই আড়তে এমন একটি বিশাল ইলিশ এসেছে। এমন আকারের ইলিশ সচরাচর জালে ধরা পড়ে না। তাই স্বাভাবিকের চেয়ে বেশি দামেই এটি বিক্রি হয়েছে।”
অন্যদিকে, সর্বোচ্চ দামে ইলিশটি কিনে নেওয়া ব্যবসায়ী আমির হোসেন নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন। তিনি বলেন, “আড়াই কেজি ওজনের ইলিশটি আমি ৯ হাজার ২০০ টাকায় কিনেছি। ঢাকার বড় মোকামগুলোতে এই ধরনের বিশাল ইলিশের প্রচুর চাহিদা রয়েছে। সেখানে পাঠানোর জন্যই এটি কেনা। আশা করছি, ঢাকার বাজারে মাছটি অন্তত ১১ থেকে ১২ হাজার টাকায় বিক্রি করতে পারবো।”










