
জেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুর শহরে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা, উপজেলা ও পৌর যুবদলের হাজারো নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভূইয়া এই আনন্দ মিছিলের নেতৃত্ব দেন। নেতাকর্মীরা লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহানী থেকে মিছিলটি শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এরপর মিছিলটি দক্ষিণ তেমুহানীতে এসে এক সমাবেশে মিলিত হয়। মিছিলে অংশ নেওয়া হাজারো নেতাকর্মীর স্লোগানে মুখরিত ছিল পুরো এলাকা।
জেলা যুবদলের সভাপতি আবদুল আলীম হুমায়ুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। বক্তাদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় বিএনপি নেতা আশরাফ উদ্দিন নিজান, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এ্যাডভোকেট হাসিবুর রহমান এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক রশিদুল হাসান লিংকন প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় আবুল খায়ের ভূইয়া সামনের নির্বাচনকে কেন্দ্র করে যুবদলের নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। তিনি বলেন, সামনে নির্বাচন। এই নির্বাচনে বিজয়ী হতে হলে যুবদলের সবাইকে সর্তক থেকে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে অগ্রসর হতে হবে। এ সময় তিনি কঠোর ভাষায় স্বৈরাচার শেখ হাসিনার বিচার করার দাবি জানান।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC