মঙ্গলবার ৪ নভেম্বর, ২০২৫

লক্ষ্মীপুরের ৪ আসনের মধ্যে ২টিতে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা, মনোনয়ন পেলেন যারা

রাইজিং কুমিল্লা অনলাইন

Rising Cumilla - BNP announces candidates for 2 out of 4 seats in Lakshmipur, names of those nominated
লক্ষ্মীপুরের ৪ আসনের মধ্যে ২টিতে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা, মনোনয়ন পেলেন যারা/ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) লক্ষ্মীপুরের ৪টি সংসদীয় আসনের মধ্যে ২টি আসনে তাদের চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব প্রার্থীর নাম ঘোষণা করেন।

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, যেসব আসনে এখনও প্রার্থী ঘোষণা করা হয়নি, সেগুলোর নাম পরে জানানো হবে। এছাড়া, জানা গেছে যে কিছু আসন শরিক দলের জন্য ছেড়ে দেওয়া হতে পারে।

এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠকে প্রার্থীদের প্রাথমিক তালিকা অনুমোদন করা হয়।

লক্ষ্মীপুরের ঘোষিত ২টি আসনের প্রার্থীরা হলেন:

আবুল খায়ের ভূঁইয়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও লক্ষ্মীপুর-২ আসনে সাবেক সংসদ সদস্য এবং শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ আসনে সাবেক সংসদ সদস্য।

এদিকে নাম ঘোষণার পর পরই নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা দেয়।

তবে লক্ষ্মীপুর-১ ও লক্ষ্মীপুর-৪ আসনে বিএনপির দলীয় প্রার্থী মনোনয়ন ঘোষণা না করায় এসব আসনে দলীয় নেতাকর্মী-সমর্থকদের মাঝে চাপা ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

আরও পড়ুন