
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের বাধেঁর পোল এলাকার একটি কবরস্থান থেকে পাঁচটি রাইফেল ও একটি এলজি উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে চন্দ্রগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
পুলিশের ধারণা, অস্ত্র ব্যবসায়ীরা এসব অস্ত্র বিক্রির উদ্দেশ্যে চন্দ্রগঞ্জ–বেগমগঞ্জ সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা অস্ত্রগুলো কবরস্থানে ফেলে পালিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র চন্দ্রগঞ্জ ও আশপাশের এলাকায় অস্ত্র সরবরাহ করে আসছে। সম্প্রতি চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে একটি অস্ত্রের কারখানার সন্ধান পায় পুলিশ। ডিবি পুলিশের অভিযানে সেখান থেকে একটি পিস্তল ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। তারই ধারাবাহিকতায় রোববার সকালে পাঁচটি রাইফেল ও একটি এলজি বিক্রির জন্য ওই এলাকায় জড়ো হয় চক্রের সদস্যরা। খবর পেয়ে পুলিশ অভিযান চালালে তারা অস্ত্র ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ কবরস্থান থেকে অস্ত্রগুলো উদ্ধার করে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজুল আজীম নোমান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ঘটনাস্থল থেকে পাঁচটি রাইফেল ও একটি এলজি উদ্ধার করা হয়েছে। এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলো সম্পূর্ণ নতুন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”








