জানুয়ারি ৭, ২০২৫

মঙ্গলবার ৭ জানুয়ারি, ২০২৫

লক্ষীপুরে নিজকক্ষ থেকে নবম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

The hanging body of a ninth class girl was recovered from her room in Lakshipur
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় মাইশা আক্তার (১৪) নামের নবম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকালে উপজেলার কেরোয়া ইউনিয়নের উত্তর কেরোয়া গ্রামে মিয়াজান পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। মাইশা স্থানীয় নাগেরদিঘীর পাড় মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী এবং মাসুদ পাটোয়ারীর মেয়ে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, মাইশা শুক্রবার রাতে পরিবারের সঙ্গে রাতের খাবার খেয়ে নিজ শয়নকক্ষে ঘুমাতে যায়। শনিবার সকালে তাকে ঘুম থেকে উঠতে দেরি হতে দেখে পরিবারের সদস্যরা তার কক্ষে যান। সেখানে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মাইশার মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে মাদ্রাসার শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, “মাইশা আক্তার মেধাবী এবং শান্ত স্বভাবের ছাত্রী ছিল। সে কেন আত্মহত্যা করেছে তা আমাদের জানা নেই। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।”

এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে এর পেছনে প্রকৃত কারণ উদঘাটনের জন্য তদন্ত চলছে।” এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।