ঈদ উপলক্ষে রাজধানীর গুলশান ২ -এ র্যাংগস ইমার্টে চলছে রেফ্রিজারেটর কার্নিভাল। যেখানে প্রদর্শিত হচ্ছে স্যামসাং ইলেকট্রনিকসের সর্বাধুনিক রেফ্রিজারেটরের লাইন-আপ।
কার্নিভালে আগ্রহী ক্রেতা ও দর্শনার্থীদের জন্য সুযোগ থাকছে বিশেষজ্ঞদের সহায়তায় স্যামসাংয়ের সর্বাধুনিক রেফ্রিজারেটর মডেলগুলো সম্পর্কে বিস্তারিত জানার। একইসাথে, নির্বাচিত মডেলগুলোর ওপর দেয়া হচ্ছে আকর্ষণীয় ক্যাশব্যাক। কার্নিভালটি চলবে আগামী ৫ জুন পর্যন্ত।
কার্নিভালে নিজেদের জনপ্রিয় পাঁচটি রেফ্রিজারেটর মডেল প্রদর্শন করছে স্যামসাং। এর মধ্যে রয়েছে ৬৪৭ লিটার ধারণক্ষমতা সম্পন্ন আরএস৭২ মডেল; যা দু’টি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। এবং ৪৬৫ লিটার ধারণক্ষমতা সম্পন্ন আরটি৪৭। এ মডেলটিও দু’টি রঙে পাওয়া যাচ্ছে।
এছাড়াও কার্নিভ্যালে রয়েছে আরটি৩৫ (৩৪৮ লিটার), আরটি৪২ (৪১৫ লিটার) ও আরটি৩১ (৩০৫ লিটার) মডেল। মডেলগুলো- গ্লাস ক্লিন ব্ল্যাক , ক্লিন হোয়াইট নেভি ডুয়েল টোন, মেটাল ব্ল্যাক এবং মেটাল আয়নক্স এই চারটি রঙের যেকোন তিনটি রঙে পাওয়া যাবে। ক্রেতারা তাদের চাহিদা অনুযায়ী গ্লাস বা মেটাল ফিনিশ বেছে নিতে পারবেন।
পাশাপাশি, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ক্রেতাদের জীবনযাত্রার মানোন্নয়নে স্যামসাং নির্ধারিত কিছু রেফ্রিজারেটর মডেলে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে। স্যামসাং রেফ্রিজারেটরগুলোতে রয়েছে স্পেসম্যাক্স প্রযুক্তি ও ইফিশিয়েন্ট ডিজিটাল ইনভার্টার কম্প্রেসর।
এছাড়াও, রেফ্রিজারেটরগুলোর আধুনিক ডিজাইনের ক্রেতাদের রান্নাঘরের সৌন্দর্যও বাড়িয়ে তুলতে ভূমিকা রাখবে।
পাশাপাশি, র্যাংগস ইমার্ট -এর যেকোন আউটলেট থেকে নির্দিষ্ট রেফ্রিজারেটর মডেল কিনলে ক্রেতারা পাবেন ‘বাই অ্যান্ড উইন’ ক্যাম্পেইনের আওতায় রেফ্রিজারেটর ও এসিসহ দারুণ সব উপহার জেতার সুযোগ। এছাড়াও থাকছে বিশেষ ছাড়, ব্যাংক অফার, সহজ এক্সচেঞ্জ সুবিধাসহ আরও অনেক কিছু।
স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “দেশের ক্রেতাদের লাইফস্টাইল ও পছন্দের কথা বিবেচনা করে স্যামসাং রেফ্রিজারেটরগুলো ডিজাইন করা হয়েছে। আমরা তাদের প্রতিদিনের জীবনযাত্রাকে আরও সহজ করে তুলতে চাই। এজন্য প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে স্মার্ট এবং সহজ জীবন নিশ্চিতে স্যামসাং নিরলস কাজ করে চলেছে।
আমাদের নতুন মডেলগুলো সরাসরি দেখতে আমরা সবাইকে এ কার্নিভালে আসার আমন্ত্রণ জানাই। ক্রেতাদের ঈদ আনন্দকে আরও রঙিন করে তুলতে আমাদের আকর্ষণীয় ক্যাশব্যাক অফারও রয়েছে।”
র্যাংগস ইমার্ট -এর ডিভিশনাল ডিরেক্টর ইয়ামিন শরীফ চৌধুরী বলেন, “স্যামসাং আমাদের কার্নিভালে অংশ নিচ্ছে, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। ক্রেতারা কার্নিভালে উদ্ভাবনী প্রযুক্তির রেফ্রিজারেটর সম্পর্কে ধারণা ও অভিজ্ঞতা নিতে পারবেন। সহজে ক্রেতাদের জন্য স্বনামধন্য ব্র্যান্ডের প্রিমিয়াম হোম অ্যাপ্লায়েন্স কেনার সুযোগ নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC