ডিসেম্বর ১২, ২০২৪

বৃহস্পতিবার ১২ ডিসেম্বর, ২০২৪

রোনালদো পেশাদার ক্যারিয়ারে ১২০০ ম্যাচ খেলার মাইলফলক ছুঁলেন

Cristiano Ronaldo
ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ছবি: সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনালদো পেশাদার ক্যারিয়ারে ১২০০ ম্যাচ খেলার মাইলফলক ছুঁয়েছেন। সৌদি প্রো লিগে শুক্রবার রাতে আল-রিয়াদকে ৪-১ গোলে হারানো ম্যাচ খেলতে নেমে ওই মাইলফলকে পা রাখেন রোনালদো।

৩১তম মিনিটে সাদিও মানের ক্রস থেকে লক্ষ্যভেদ করার পর ওতাভিওর গোলের পেছনের কারিগরও ছিলেন ৩৮ বছর বয়সি ফরোয়ার্ড।

বর্ণাঢ্য করিয়ারে ১২শ’ ম্যাচের মধ্যে রোনালদো সবচেয়ে বেশি খেলেছেন রিয়াল মাদ্রিদের জার্সিতে, ৪৩৮টি। এছাড়া ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ৩৪৬টি, স্পোর্টিংয়ের হয়ে ৩১টি, জুভেন্টাসের জার্সিতে ১৩৪টি, আল নাসরের হয়ে ৪৬টি এবং পর্তুগালের হয়ে ২০৫টি ম্যাচ খেলেছেন তিনি।

সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম এক্স-এ রোনালদোর ১২০০তম ম্যাচ খেলা নিয়ে পোস্ট দিয়েছিল সৌদি লিগ। অবশ্য এতগুলো ম্যাচ খেললেও সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় এখনো তিনি পিছিয়ে আছেন। সাবেক ইংলিশ গোলকিপার পিটার শিলটনকে পেশাদার ফুটবলে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডধারী বলা হয়ে থাকে। তবে সংখ্যাটা নিয়ে বিতর্ক আছে। পরিসংখ্যান ভিত্তিক কিছু ওয়েবসাইটে সংখ্যাটা ১৩৯০ বলা হলেও শিলটন নিজে প্ল্যাটফর্ম এক্স-এ সেটাকে ১৩৮৭ দাবি করেছেন।

অপরদিকে চলতি মৌসুমে আল নাসরের হয়ে ১৫ ম্যাচ ১৬ গোল করা রোনালদো দারুণ এই মাইলফলকে পেছানোর পথে পাশে থাকা সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। বয়সকে তুড়ি মেরে ছুটে চলা এই তারকা সামাজিক যোগাযোগের মাধ্যমে লিখেছেন- কাজ শেষ হয়নি এখনো। তিনি বলেন, ‘আরও ৩ পয়েন্ট! এই ১২শ’ ম্যাচের মাইলফলকে পৌঁছাতে সব সতীর্থকে ধন্যবাদ, যারা আমাকে এ পর্যন্ত আসতে সহায়তা করেছে।’