সম্প্রতি সৌদি কিংস কাপের ফাইনালে রোনালদোর আল নাসরকে হারিয়েছে নেইমারের ক্লাব আল হিলাল। যদিও চোটে আক্রান্ত নেইমার ম্যাচটিতে ছিলেন না, তবুও নেইমার সাইডলাইন থেকে দলের পেনাল্টি শুটআউটের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আর এই জয়েই লিওনেল মেসি তার বন্ধুকে জানিয়েছেন অভিনন্দন।
সাম্প্রতিক সময়ে সৌদি আরবের এক টিভি শোতে দেওয়া সাক্ষাৎকারে নেইমার তার আর মেসির বন্ধুত্বের গভীরতা প্রকাশ করেন।
নেইমার সাক্ষাৎকারে বলেন, “আমরা দূরে আছি ঠিকই কিন্তু আমরা প্রতিদিনিই কথা বলি, আমরা অনেক কথা বলি। গতকাল (২ জুন) তিনি আমাকে একটি বার্তা পাঠিয়েছিলেন। আমরা একে অপরের জন্য খুশি। শিরোপা জিতলে মেসি আমাকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছিলেন।”
মেসির প্রশংসা করে তিনি আরও বলেন, “মেসি একজন মহান ব্যক্তি, আমার এবং অনেকের জন্য আদর্শ। আইডল হওয়ার পাশাপাশি তিনি আমার একজন ভালো বন্ধুও।”
Neymar on Messi: "We talk a lot, even yesterday he sent me a message. We're happy for each other, he sent me a message when we won a title here too. He's a great guy, a mirror for me, he's a great idol, besides being an idol, he's a friend I have." pic.twitter.com/sNNafd8Dhr
— Roy Nemer (@RoyNemer) June 3, 2024
নেইমারের ক্লাব আল হিলাল রোনালদোর দল আল নাসরের সঙ্গে ফাইনালে ১-১ ড্র করে। পরে অবশ্য পেনাল্টি শুটআউটে ৫-৪ গোলে জিতে রোনালদো এবং আল নাসরের হৃদয় ভাঙে। আল হিলাল শুধু আল নাসরের কাছ থেকে কিংস কাপই জিতেনি, সৌদি প্রো লিগের শিরোপাও রোনালদোর দলের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC