কুমিল্লায় অধ্যয়নরত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে গঠিত রোটার্যাক্ট ক্লাব অব কুমিল্লা শাইনিং স্টার এর (২০২৪-২৫) সভাপতি পদে রোটার্যাক্ট তৌসিফ বিন পারভেজ এবং সাধারণ সম্পাদক পদে রোটার্যাক্ট মোঃ আশিকুল ইসলাম মনোনীত হয়েছেন।
তারা দু'জনেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তথা আইসিটি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
সোমবার (১২ আগস্ট) এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
এছাড়া ক্লাব লার্নিং ফ্যাসিলেটর পদে রোটার্যাক্ট সাইয়ারা জাহান চৌধুরি, ক্লাব এডমিনিস্ট্রেশন চেয়ার পদে রোটার্যাক্ট মহিউদ্দিন খান মাহিন, ইমিডিয়েট পােস্ট প্রেসিডেন্ট (আইপিপি) পদে রোটার্যাক্ট রাজদীপ বনিক মনোনীত হয়েছেন।
রোটার্যাক্ট মোঃ মেহেদী হাসান সাকিব সহ সভাপতি, রোটার্যাক্ট মোঃ মেহেদি হাসান সজিব সিনিয়র সহ-সভাপতি, রোটার্যাক্ট শাহরিয়ার রোকন যুগ্ম সাধারণ সম্পাদক, রোটার্যাক্ট পলাশ আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক, রোটার্যাক্ট মোঃ শফিউল আলম চৌধুরি ট্রেজারার, রোটার্যাক্ট নুশেরা তাজরিন ডেপুটি ট্রেজারার, রোটার্যাক্ট শিহাব উদ্দিন হিমেল ডিরেক্টর অফ ফিনানশিয়াল সার্ভিস, রোটার্যাক্ট খান মাহমুদ সালেহ এডিটর, রোটার্যাক্ট অঞ্জন দাস ধ্রুব ডাইরেক্টর অব ক্লাব সার্ভিস, রোটার্যাক্ট তানভীরুল আলম সার্জেন্ট এট আর্মস, রোটার্যাক্ট ফাইয়াজ মোহাম্মদ লালন ডাইরেক্টর অফ কমিউনিটি সার্ভিস, রোটার্যাক্ট মাহির নাসির পলক পাবলিক রিলেশনস অফিসার, রোটার্যাক্ট তানভির হাসান সমরাট এডিশনাল সার্জেন্ট এট আর্মস, রোটার্যাক্ট মাহমুদুল হাসান সদস্য পদে মনোনীত হয়েছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC