মে ৩, ২০২৪

শুক্রবার ৩ মে, ২০২৪

রোজ ৫০টি চড়-থাপ্পড়, নারীদের সৌন্দর্য বাড়ানোর নতুন উপায়?

Slapping
প্রতীকি ছবি/সংগৃহীত

সৌন্দর্য বৃদ্ধির জন্য নানা রকম উপায়ের কথা শোনা যায়। ক্রিম, লোশন, ফেসিয়াল, লেজার থেরাপি – বাজারে এখন নানা রকম ‘সৌন্দর্যবর্ধক’ পণ্য ও থেরাপির সমাহার।

কিন্তু কি জানেন, দক্ষিণ কোরিয়ায় প্রচলিত আছে এক অদ্ভুত ‘থেরাপি’ যা নাকি সৌন্দর্য বাড়াতে সাহায্য করে! হ্যাঁ, ঠিকই শুনছেন – ‘থাপ্পড় থেরাপি’! এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছেন খবর জি ২৪ ঘণ্টা।

এই থেরাপি অনুযায়ী, প্রতিদিন নিজেকে ৫০ বার করে গালে আলতো থাপ্পড় মারতে হবে। দাবি করা হয়, এতে ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং ত্বক আরও উজ্জ্বল ও মসৃণ হয়।

শতাব্দী ধরে দক্ষিণ কোরিয়ার নারীরা এই থেরাপি ব্যবহার করে আসছেন। নিয়মিত থাপ্পড় মারার ফলে তাদের ত্বক নাকি উজ্জ্বল ও টানটান থাকে।

তবে মনে রাখবেন, ‘কেউ নিজেকে খুব জোরে জোরে থাপ্পড় মারবে বিষয়টা এমন নয়। থেরাপি হিসেবে নিজেকে গালে আলতো থাপ্পড় মারতে হবে। এতে আপনার ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে। এবং আপনার ত্বক আরও সুন্দর এবং চকচকে হবে।

কোরিয়ান নারীরা ছোট থেকেই এ থেরাপি ব্যবহার করা শুরু করেন। যে কারণে বড় হতে হতে তাদের ত্বক অনেকটাই উজ্জ্বল হয়ে ওঠে।’