
পবিত্র মাহে রমজান মাসের রোজা মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় বিধি। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও স্ত্রী-সহবাস থেকে বিরত থাকাই হলো রোজার মূল বিধান। রোজা রাখা অবস্থায় অনেক সময় বিভিন্ন কারণে বীর্যপাত হতে পারে। এতে অনেকের মনে প্রশ্ন জাগে যে, বীর্যপাতের ফলে রোজা ভাঙে কি?
কখন রোজা ভাঙে:
- হস্তমৈথুনের মাধ্যমে বীর্যপাত হলে রোজা ভেঙে যাবে। এই ক্ষেত্রে রোজাদার পরবর্তীতে এই রোজার কাজা আদায় করবে। তবে সারাদিন রোজাদারদের মতো না খেয়েই থাকবে।
- স্ত্রী-সহবাসের মাধ্যমে বীর্যপাত হলে স্বামী-স্ত্রী উভয়ের রোজা ভেঙে যাবে। এই ক্ষেত্রে পরবর্তীতে কাজা আদায়ের পাশাপাশি এর কাফফারাও আবশ্যক হবে। একটি রোজার কাফফারা হলো লাগাতার ৬০ দিন রোজা রাখা।
কখন রোজা ভাঙে না:
- স্বপ্নদোষের মাধ্যমে বীর্যপাত হলে রোজা ভাঙবে না। স্বপ্নদোষের জন্য রোজাদারের কোনো গুনাহ নেই।
সূত্র: সুনানুল কুবরা, বাইহাকি ৪/২৬৪; রদ্দুল মুহতার: ২/৩৯২
তবে আমাদের মনে রাখতে হবে রমজান মাস একটি পবিত্র মাস। এই মাসে আমাদের সর্বোচ্চ চেষ্টা করা উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জনের। রোজার নিয়ম-কানুন সম্পর্কে ভালোভাবে জেনে রাখলে রোজা পালনে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে।