বুধবার ৩০ জুলাই, ২০২৫

রেস্তোরাঁ মালিক সমিতি কুমিল্লা জেলা শাখার প্রথম কার্যকরী কমিটির সভা সম্পন্ন

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি কুমিল্লা জেলা শাখার নবনির্বাচিত কমিটির প্রথম কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় কান্দিরপাড়ের একটি রেস্তোরাঁয় সমিতির কার্যকরী কমিটির সকল সদস্য উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সমিতির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সদস্যদের মুখোমুখি হওয়া বিভিন্ন সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে রেস্তোরাঁ ব্যবসার উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কমিটির সদস্যরা তাদের সুচিন্তিত পরিকল্পনা ও সদস্যদের কল্যাণে গৃহীতব্য বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে নিজেদের মতামত তুলে ধরেন।

সমিতির সভাপতি এম এ তাহের সভায় সভাপতিত্ব করেন। তার শুভেচ্ছা বক্তব্যে তিনি সমিতির সকল সদস্যকে ঐক্যবদ্ধ থাকার জোর আহ্বান জানান এবং সমিতির সার্বিক উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য সকলকে উৎসাহিত করেন।

সাংগঠনিক সম্পাদক রবিউল হক শামিম তার বক্তব্যে কুমিল্লা জেলায় রেস্তোরাঁ ব্যবসার অগ্রগতিতে সংগঠনের ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি রেস্তোরাঁ মালিক সমিতিকে আরও কার্যকর ও গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করেন।

এছাড়াও, সমিতির অন্যান্য নেতৃবৃন্দ যেমন মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া এবং নাছিরুল ইসলাম মজুমদার তাদের বক্তব্যে রেস্তোরাঁ ব্যবসার বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা এবং সমিতির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গঠনমূলক আলোচনা করেন।

সাধারণ সম্পাদক এম.কে. রহমান জনি এই সভাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে বলেন, “এই সভাটি আমাদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ ছিল। আমরা সদস্যদের বিভিন্ন সমস্যা সমাধানে এবং তাদের ব্যবসার উন্নয়নে নিরলস কাজ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ।”

সভাপতি এম এ তাহের তার সমাপনী বক্তব্যে উপস্থিত সকলের সার্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন এবং আবারও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সভার সফল সমাপ্তি ঘোষণা করেন। সভাটি সুষ্ঠু ও ফলপ্রসূ হওয়ায় উপস্থিত সকলে সন্তোষ প্রকাশ করেন।

আরও পড়ুন