নভেম্বর ১৬, ২০২৪

শনিবার ১৬ নভেম্বর, ২০২৪

রেলপথে ঈদ যাত্রা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

Turag Express Train
তুরাগ এক্সপ্রেস ট্রেন। ছবি: সংগৃহীত

 ঈদুল ফিতর উপলক্ষ্যে আজ ২৪শে মার্চ থেকে ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করছে বাংলাদেশ রেলওয়ে। রবিবার (২৪ মার্চ) সকাল ৮টা থেকে রেলওয়ের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি করা হবে।

আজ রোবাবার বিক্রি করা হবে আগামী ৩ এপ্রিলের আন্তঃনগর ট্রেনের টিকিট। এবার ঢাকা থেকে বহির্গামী ট্রেনের মোট আসন সংখ্যা হবে ৩৩ হাজার ৫০০টি। সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ রেলওয়ের ঈদুল ফিতর উপলক্ষ্যে নেয়া কার্যবিবরণী থেকে এসব তথ্য জানা যায়।

রেলওয়ে থেকে আরও জানা যায়, আগের ঈদগুলোতে ৫ দিনের টিকিট বিক্রি করলেও এবারই প্রথম ৭ দিনের টিকিট বিক্রি করবে রেলওয়ে। ঈদ উপলক্ষ্যে ঘরমুখো মানুষের এই ট্রেন যাত্রার টিকিট ভোগান্তিবিহীন কিনতে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। দু’টি শিফটে এই টিকিট বিক্রি করা হবে।

যাত্রা:

  • ২৪ মার্চ -৩ এপ্রিল
  • ২৫ মার্চ – ৪ এপ্রিল
  • ২৬ মার্চ-৫ এপ্রিল
  • ২৭ মার্চ-৬ এপ্রিল
  • ২৮ মার্চ- ৭ এপ্রিল
  • ২৯ মার্চ- ৮ এপ্রিল
  • ৩০ মার্চ -০৯ এপ্রিল
  • ৩১ মার্চ -১০ এপ্রিল

ফিরতি:

  • ৪ এপ্রিল-১৪ এপ্রিল
  • ৫ এপ্রিল-১৫ এপ্রিল
  • ৬ এপ্রিল-১৬ এপ্রিল
  • ৭ এপ্রিল- ১৭ এপ্রিল
  • ৮ এপ্রিল- ১৮ এপ্রিল
  • ৯ এপ্রিল – ১৯ এপ্রিল
  • ১০ এপ্রিল- ২০ এপ্রিল

অনলাইনের চাপ কমাতে:

  • পূর্বাঞ্চলের টিকিট বিক্রি হবে সকালে ৮টা থেকে।
  • পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি হবে দুপুর ২টা থেকে।