
ঈদযাত্রার দ্বিতীয় দিনেও কমলাপুর রেলস্টেশনে নেই চিরচেনা ভিড়। যাত্রীদের স্বস্তির নিঃশ্বাস ফেলে ট্রেন ধরার দৃশ্য দেখা গেছে। নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে প্রতিটি ট্রেন। ফলে প্ল্যাটফর্মগুলোতে যাত্রীদের দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে না।
মঙ্গলবার (২৫ মার্চ) সকালে কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা যায়, অন্যবারের তুলনায় স্টেশনে যাত্রীর সংখ্যা অনেক কম। যারা স্টেশনে এসেছেন, তাদের বেশিরভাগেরই ট্রেন ছাড়ার সময় এখনও হয়নি। যাত্রীদের সুবিধার্থে স্টেশনে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। টিটিইদের পাশাপাশি স্কাউট সদস্যরাও যাত্রীদের সহযোগিতা করছেন।
সকাল ১০টা পর্যন্ত ঢাকা থেকে ১৩টি আন্তঃনগর ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, “এখন পর্যন্ত কোনো ট্রেন বিলম্বে ছাড়েনি। আমরা আশা করছি, এই ধারা অব্যাহত থাকবে।”
জামালপুর এক্সপ্রেসের যাত্রী মোস্তাফিজুর রহমান বলেন, “আগে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো। এবার এসে দেখি, প্ল্যাটফর্ম একদম ফাঁকা। ট্রেনগুলোও সময়মতো ছেড়ে যাচ্ছে। এটা সত্যিই অবিশ্বাস্য।”
এ বিষয়ে ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, ‘ঢাকা থেকে সকাল সাড়ে দশটা পর্যন্ত ১৩টি আন্তঃনগর ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। প্রতিটি ট্রেন নির্ধারিত সময় ঢাকা স্টেশন ছেড়েছে। আজ এখন পর্যন্ত ইনশাল্লাহ কোনো ধরনের বিলম্ব হয়নি।’
একতা এক্সপ্রেসের যাত্রী আনিকা মাহজাবিন বলেন, “স্টেশনে তেমন ভিড় নেই, ট্রেনেও সিট ফাঁকা। ভিড় এড়াতেই ঈদের কয়েকদিন আগে বাড়ি যাচ্ছি।”