
রাইজিং টেক
দেশের বাজারে আবারও বাড়ানো হলো সোনার দাম। এবার প্রতি ভরিতে ৩ হাজার ৪৭৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৯ হাজার ৬২২ টাকা। এটি দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে। নতুন এই দাম বুধবার (১৭ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারেও সোনার দাম সমন্বয় করা হয়েছে।
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন বিক্রি হবে ১ লাখ ৮৯ হাজার ৬২২ টাকায়। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ৮১ হাজার ২ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৫ হাজার ১৪৩ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ৭০১ টাকায়।
সোনার পাশাপাশি বেড়েছে রুপার দামও। এখন থেকে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম হবে ৩ হাজার ৪৭৬ টাকা। ২১ ক্যারেটের রুপা বিক্রি হবে ৩ হাজার ৩১৩ টাকায়, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ৮৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম হয়েছে ২ হাজার ১৩৫ টাকা।
এর আগে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ছিল ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ছিল ১ হাজার ৭২৬ টাকা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC