প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২৫, ১২:০৪ এ.এম ||
প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৮, ২০২৪, ৭:০০ পিএম
রুদ্র ইকবালকে আহ্বায়ক করে কুমিল্লা ছাত্র ইউনিয়নের কমিটি গঠন
মোহাম্মদ রাজীব, কুবি প্রতিনিধি
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুমিল্লা জেলা সংসদের ১৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মিখা পিরেগু কুমিল্লা জেলার ছাত্র ইউনিয়নের কার্যালয়ে এ কমিটি ঘোষণা করেন। এরপর নবগঠিত কমিটির সবাইকে শপথ বাক্য পাঠ করান তিনি।
এর আগে কুমিল্লা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। পরবর্তীতে সকলের সম্মতিক্রমে রুদ্র ইকবালকে আহ্বায়ক এবং সৌরভ ভট্টাচার্য ও ফাহমিদা বেগম মৌকে যুগ্ম আহ্বায়ক করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কুমিল্লা জেলা সংসদের ১৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন তাসনিম তাবাসসুম নিধি, শাহেদুল ইসলাম শাহেদ, সাইফুল ইসলাম অপু, শৈশব দাস, শান্ত দে, রুপম দাস, অন্বেষা মজুমদার, অথৈ মজুমদার। এছাড়া দুটি পদ ফাঁকা রাখা হয়েছে পরে কো-অপ্ট করা হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী