পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ‘মানুষের খাদ্য উপযোগী ঘাস লাগাতে হবে বলে মন্তব্য করেছেন, এমন দাবিতে সমকালের লোগো ও ডিজাইন সম্বলিত একটি ফটেকার্ড সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, সমকাল ‘মানুষের খাদ্য উপযোগী ঘাস লাগাতে হবে’ শিরোনামে কোনো ফটোকার্ড প্রকাশ করেনি এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানও এমন কোনো মন্তব্য করেননি।
অনুসন্ধানে সমকালের ভেরিফাইড ফেসবুক পেজ কিংবা ওয়েবসাইটে আলোচিত মন্তব্য সম্বলিত কোনো ফটোকার্ড কিংবা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, অন্যকোনো গণমাধ্যমেও পরিবেশ উপদেষ্টার এমন মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।
বাংলাফ্যাক্ট টিমের অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটিতে বেশকিছু অসঙ্গতি খুঁজে পাওয়া যায়। সমকালের ফটোকার্ডের টেক্সট ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডের টেক্সট ফন্টের পার্থক্য রয়েছে।
মূলত, সমকালের ভেরিফাইড ফেসবুক পেজে গত ২ সেপ্টেম্বর ‘হাতির খাদ্যোপযোগী গাছ লাগানো জরুরি’ শিরোনামে প্রকাশিত ফটোকার্ডটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে শিরোনাম পরিবর্তন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অর্থাৎ, সময়কালের লোগো ও ডিজাইন সম্বলিত নকল ফটোকার্ডে পরিবেশ উপদেষ্টার মন্তব্য বিকৃত করে প্রচার করা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC