বলিউড তারকা দম্পতি আলি ফজল ও রিচা চাড্ডা তাদের প্রথম সন্তানের আশায় আছেন।
শুক্রবার সকালে, আলি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুটি ছবি পোস্ট করে এই সুখবর শেয়ার করেছেন। প্রথম ছবিতে রিচাকে মুগ্ধ চোখে তাকিয়ে আছেন আলি, এবং দ্বিতীয় ছবিতে তাদের গর্ভধারণের ইঙ্গিত দেওয়া হয়েছে।
ছবির ক্যাপশনে আলি লিখেছেন, "আমাদের দু'জনের পৃথিবীতে এক মৃদু হৃদ্স্পন্দন সবচেয়ে বড় শব্দ হয়ে আসছে।"
২০২২ সালের সেপ্টেম্বরে নয়াদিল্লিতে বিয়ে করেন আলি ও রিচা। ২০২০ সালেই তাদের বিয়ের কথা ছিল, কিন্তু করোনা মহামারীর কারণে তা পিছিয়ে যায়।
দুবছর পর ঘর বাঁধেন তারা। এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলেছিল তাদের বিয়ের অনুষ্ঠান।
রিচা ও আলির প্রেমকাহিনি বলিউডে বেশ জনপ্রিয়। ২০১২ সালে 'ফুকরে' সিনেমার সেটে প্রথমবার একে অপরের মুখোমুখি হন তারা। প্রথম দেখাতেই নাকি তাদের মধ্যে প্রেমের সূচনা হয়। এরপর বিয়ে। আর এবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন এই তারকা দম্পতি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC