নভেম্বর ২৩, ২০২৪

শনিবার ২৩ নভেম্বর, ২০২৪

‘রাস্তা ব্লক না করে সোহরাওয়ার্দী উদ্যানে আন্দোলন করলে ভোগান্তি কমবে’

Rising Cumilla - Suffering will be reduced if agitation is done in Suhrawardy Udyan without blocking the road
ছবি: সংগৃহীত

রাস্তা ব্লক না করে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে আন্দোলন করার প্রস্তাব দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর লালবাগে পুরাতন কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ অনুরোধ জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা যানজট নিয়ে কথা বলেন, তারাই রাস্তা ব্লক করে আন্দোলন করছেন। রাস্তা ব্লক না করে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে আন্দোলন করলে জনগণের ভোগান্তি কমবে।

পুরান ঢাকার ঐতিহ্য সংরক্ষণ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুরান ঢাকার ঐতিহ্য সংরক্ষণের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই এলাকায় যানজট সবচেয়ে বড় সমস্যা। তাই রাস্তা আর পার্কিং প্লেস প্রশস্ত করতে হবে আরও। সেটা নিয়ে কাজ করা হচ্ছে।

রাস্তা প্রশস্তের কাজের সময়সীমা নির্ধারণের বিষয়ে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, আগামী ৬ মাসের মধ্যেই নির্মাণাধীন চক কমপ্লেক্স মার্কেটের কাজ শেষ করতে হবে।