বাস চাপায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সকল ধরণের একাডেমিক কার্যক্রম ও অফিস কার্যক্রম বন্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন৷
বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন৷
তিনি বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মাইশা ফওজিয়া মীমের সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুতে মাননীয় উপাচার্যসহ বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত। তাই উপাচার্যের নির্দেশক্রমে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) শোক দিবস ঘোষণা করা হলো। এর পরিপ্রেক্ষিতে ৩১ অক্টোবর ২০২৪ তারিখ বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা ও অফিস কার্যক্রম বন্ধ থাকবে। সিকিউরিটিসহ জরুরি সেবাসমূহ বলবৎ থাকবে।
প্রসঙ্গত, বুধবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বরিশাল কুয়াকাটা মহাসড়কে রাস্তা পারাপারের সময় বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলা রোডের ট্রাফিক বক্সের সম্মুখে বাস চাপায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক ছাত্রী নিহত হয়। নিহত ঐ শিক্ষার্থীর নাম মাইশা ফৌজিয়া মিম। তিনি পরিসংখ্যান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC