রান্নাঘর মানেই যেন এক এলাহি ভোজের আসর পিঁপড়েদের জন্য! চিনির দানা থেকে শুরু করে খাবারের কণা, দুধ বা চায়ের ফোঁটা—সবই মিলেমিশে এই একটি জায়গাতেই পাওয়া যায়। আর তাই নিমন্ত্রণের তোয়াক্কা না করেই রান্নাঘরে আস্তানা গাড়ে পিঁপড়ের দল। বাজারে পিঁপড়ে তাড়ানোর হরেক রকম রাসায়নিক ওষুধ মিললেও, সেগুলোর ক্ষতিকর প্রভাব নিয়ে অনেকেই চিন্তিত।
তবে চিন্তা নেই! কিছু সহজ ও নিরাপদ ঘরোয়া উপায় ব্যবহার করেই আপনি মুক্তি পেতে পারেন এই বিরক্তিকর উপদ্রব থেকে।
প্রাকৃতিক উপায়ে পিঁপড়ে তাড়ানোর কার্যকরী উপায়:
লেবু: লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড পিঁপড়ে দমনে অত্যন্ত কার্যকর। একটি স্প্রে বোতলে জল এবং পাতিলেবু বা কমলালেবুর রস মিশিয়ে নিন। পিঁপড়ে দেখলেই সরাসরি স্প্রে করুন। এছাড়াও, যেসব জায়গা থেকে পিঁপড়ে বের হয়, সেখানে লেবুর রস বা লেবুর খোসা রেখে দিতে পারেন। ঘর মোছার সময় সামান্য লেবুর রস মেশানো জল ব্যবহার করলে পিঁপড়ের উপদ্রব অনেকটাই কমে যাবে।
লবণের ব্যবহার: কয়েক টেবিল চামচ লবণ গরম জলে গুলে নিন। এই মিশ্রণটি ঠাণ্ডা করে একটি স্প্রে বোতলে ভরে পিঁপড়ের সম্ভাব্য সব জায়গায় স্প্রে করুন। দেখবেন, পিঁপড়ে নিমেষেই উধাও হবে।
তেজপাতার কৌশল: তেজপাতার তীব্র গন্ধ পিঁপড়ে মোটেই সহ্য করতে পারে না। পিঁপড়ের যাতায়াতের পথে তেজপাতা রেখে দিলে চমৎকার ফল পাবেন।
দারুচিনির শক্তি: ঘরের যেসব জায়গায় পিঁপড়ের উৎপাত বেশি, সেসব জায়গায় ভালো করে দারুচিনির গুঁড়ো ছড়িয়ে দিন। এর তীব্র গন্ধ পিঁপড়েকে দূরে রাখবে।
সাদা ভিনিগারের প্রভাব: সাদা ভিনিগারের গন্ধও পিঁপড়েদের জন্য অসহ্য। সমপরিমাণ জল ও সাদা ভিনিগার মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে নিন। এরপর ঘরের বিভিন্ন কোণায় ভালোভাবে ছড়িয়ে দিন। পিঁপড়ে আপনার রান্নাঘরের ত্রিসীমানায় ভিড়বে না।
চক, পাউডার ও ময়দার প্রাচীর: চক গুঁড়ো অথবা বেবি পাউডার জলে গুলে বাড়ির দেওয়ালে বা ঘরের বিভিন্ন কোণে ছড়িয়ে দিতে পারেন। এছাড়াও, যেসব জায়গায় পিঁপড়ে বেশি দেখা যায়, সেখানে ময়দার গুঁড়ো বা ট্যালকম পাউডার দিয়ে একটি লাইন তৈরি করুন। পিঁপড়ে এই লাইন অতিক্রম করে ওপারে যেতে পারবে না।
সূত্র : এইসময়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC