ভারতীয় অন্যতম সফল ছবি ড্রিম গার্ল-এর সিক্যুয়েল ড্রিম গার্ল ২ নিয়ে চর্চা চলছে গত দুই বছর ধরেই। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির একাধিক টিজার। ছবিতে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা, অনন্যা পাণ্ডে, পরেশ রাওয়াল,অন্নু কাপুর,আসরানি সহ একঝাঁক তারকা। পরিচালনা করেন রাজ শাণ্ডিল্য।
ড্রিম গার্ল ২ ছবিটি ৭ জুলাই সিনেমাহলে আসার কথা থাকলেও রাতারাতি পিছিয়ে গেল দমফাটা কমেডি ছবির মুক্তি।নির্মাতারা জানাচ্ছেন,এখনও শেষ হয়নি ড্রিম গার্ল ২-র পোস্ট প্রোডাকশন।ছবির ছবির ভিএফএক্সের কাজ শেষ হতে নাকি বেশ খানিকটা সময় লাগবে।
প্রথম ড্রিম গার্ল-এর থেকে ছবির সিক্যুয়েল নাকি হতে চলেছে আরও দমদার।তাই তাড়াহুড়ো করে ছবির পোস্ট প্রোডাকশন করতে চাইছেন না প্রযোজক একতা কাপুর।সেই কারণেই ৭জুলাই ড্রিম গার্ল ২-র মুক্তি বাতিল করেছেন তিনি।
বদলে ২৫ অগস্ট সিনেমাহলে আসবে আয়ুষ্মান-অনন্যা জুটির নতুন কমেডি ফিল্ম।