রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্টের উদ্যোগে ডিএমপির কল্যাণ ও র্ফোস বিভাগের আয়োজনে দিন ব্যাপী ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে।
আজ রবিবার (৩০ জুন) সকালে রাজারবাগ পুলিশ লাইন্সের শহীদ এসআই শিরুমিয়া মিলনায়তনে ফ্রি ডেন্টাল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন কল্যাণ ও ফোর্স বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ সোহেল রানা, পিপিএম-সেবা।
ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম-বার বিপিএম-বার -এর নির্দেশনায় এই ডেন্টাল ক্যাম্প আয়োজন করা হয়।
ফ্রি ডেন্টাল ক্যাম্পে আট জন বিশেষজ্ঞ ডাক্তার প্রায় ৩০০ জন অফিসার ও ফোর্সকে দাঁতের প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করবেন। প্রাথমিক চিকিৎসা শেষে পেপসোডেন্ট কর্তৃপক্ষ সেবা গ্রহীতাদের একটি করে পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট পেস্ট উপহার প্রদান করেন।
অনুষ্ঠানের শুরুতে ডেন্টাল স্পেশালিস্ট সাদমান সাকিব দাঁতের সুরক্ষায় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন।
ফ্রি ডেন্টাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে পেপসোডেন্টের হেড অফ মার্কেটিং সৈয়দ মনিরুল ইসলাম রাহাত, ডিএমপির কল্যাণ ও ফোর্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ ওবায়দুর রহমানসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC