গতরাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্স ৬ উইকেটে হারিয়েছে রাজস্থান রয়্যালসকে। শেষ ওভারে টিম ডেভিডের তিন ছক্কার জেরে হারের মুখ থেকেও অবিশ্বাস্য ভাবে জিতল মুম্বই ইন্ডিয়ানস।
মুম্বাইয়ের মাঠে টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ২১২ রানের বড় সংগ্রহ পায় রাজস্থান। এবারের আসরের তৃতীয় সেঞ্চুরি করেন জয়সওয়াল। ৬২ বলের ইনিংসে ১৬টি চার ও ৮টি ছক্কা হাকান তিনি। মুম্বাইয়ের পেসার আরশাদ খান ৩টি উইকেট নেন।
জবাবে ৩ বল বাকী রেখে ২১৩ রানের বিশাল টার্গেট স্পর্শ করে দুর্দান্ত জয়ের স্বাদ পায় মুম্বাই। দলের পক্ষে সূর্যকুমার যাদব ২৯ বলে ৫৫, অস্ট্রেলিয়ার দুই ব্যাটার টিম ডেভিড ১৪ বলে অপরাজিত ৪৫ এবং ক্যামেরুন গ্রিন ২৬ বলে ৪৪ রান করেন।
মুম্বাই ইন্ডিয়ান্স রবিবার জেতায় তারা উঠে এসেছে সাতে। আট ম্যাচে ৮ পয়েন্ট রয়েছে মুম্বইয়ের। কলকাতা সেখানে এক ম্যাচে বেশি খেলে ৬ পয়েন্ট পেয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC