
রাইজিং ফ্যাক্টচেক
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, রাজশাহীর নলকূপে পড়ে যাওয়া শিশু সাজিদকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে অনুসন্ধানে দেখা যায়, এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
এমন কিছু পোস্ট দেখুন এখানে এবং এখানে।
উদ্ধার অভিযান চলমান থাকলেও শিশুকে জীবিত উদ্ধার করার বিষয়ে সরকারি বা নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
অনুসন্ধানের শুরুতে, ভাইরাল ছবিটির সাহায্যে গুগল রিভার্স ইমেজ সার্চ করা হয়। দেখা যায়, ছবিটি ২০১৪ সালের ২৬ ডিসেম্বরের। রাজধানীর শাহজাহানপুরে রেলওয়ে মাঠের পাম্পের পাইপে পড়ে যাওয়া জিহাদ নামের এক শিশুর উদ্ধারের ছবি এটি।
অর্থাৎ, পুরোনো একটি ঘটনার ছবি ব্যবহার করে রাজশাহীর শিশু সাজিদকে জীবিত উদ্ধারের মিথ্যা দাবিতে প্রচার করা হচ্ছে।
সুতরাং, উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো মিথ্যা ও বিভ্রান্তিকর।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC