শুক্রবার ২১ নভেম্বর, ২০২৫

রাজশাহীতে সিটি কর্পোরেশন জায়গা অধিগ্রহণ করে রাস্তা বাড়িয়েছে, কুমিল্লা সেটা করতে পারে: জেলা প্রশাসক মু. রেজা হাসান

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীতে সিটি কর্পোরেশন জায়গা অধিগ্রহণ করে রাস্তা বাড়িয়েছে, কুমিল্লা সেটা করতে পারে: জেলা প্রশাসক মু. রেজা হাসান/ছবি: সংগৃহীত

কুমিল্লা জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) মুঃ রেজা হাসান বলেছেন, রাজশাহীতে সিটি কর্পোরেশন অনেক জায়গা অধিগ্রহণ করে শহর সম্প্রসারণ করেছে এবং রাস্তা বাড়িয়েছে। কুমিল্লা চাইলে সেটা করতে পারে।

তিনি আরও বলেন, “আমাকে সময় দিতে হবে। আপনাদের (গণমাধ্যমকর্মী) সহযোগিতা চাই। কোথাও যেন ভুল বোঝাবুঝি না হয়।”

আজ বুধবার (নভেম্বর ১৯) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্র্যাট জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে কুমিল্লা জেলার ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নতুন জেলা প্রশাসক। সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম।

সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, যেমন—ভূমি, স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ দূষণ, যানজট, কিশোর গ্যাং এবং মহাসড়কের অরাজকতা—তুলে ধরেন।

এ সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে জেলা প্রশাসক মুঃ রেজা হাসান বলেন, “যে বিষয়গুলো আপনারা বলেছেন তা শুধু কুমিল্লার নয়, সারাদেশেই এ সমস্যা রয়েছে। আর্থ-সামাজিক, স্বাস্থ্য, বর্ডার এলাকা সব জায়গাতে এই সমস্যা রয়েছে।”

তিনি আরও বলেন, “ভূমি, স্বাস্থ্য, শিক্ষা নিয়ে যে সমস্যা তুলে ধরেছেন তা আমরা নোট করেছি। কুমিল্লার সরকারি কর্মকর্তা, প্রবাসী ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে নিয়ে এগুলো সমাধানের চেষ্টা করব।”

শহরের দূষণ, যানজট এবং কিশোর গ্যাং-এর সমস্যা সমাধানের চেষ্টা করার কথাও বলেন ডিসি রেজা হাসান।

যানজট নিরসনের বিষয়ে তিনি বলেন, “শহরের যে জায়গাগুলোতে যানজট হয়, সে জায়গায় অটোরিকশাগুলোকে ড্রেসকোডের ভিত্তিতে ভাগ করে দেওয়া হবে।”

মহাসড়কের অরাজকতার বিষয়ে জেলা প্রশাসক বলেন, “ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যেন নির্বিঘ্ন থাকে সে বিষয়ে সজাগ থাকব। তবে কোনো অসঙ্গতি দেখলে আমাকে জানানোর অনুরোধ করছি।”

আসন্ন নির্বাচন নিয়ে পূর্বের বিষয়গুলোর জন্য দু:খ প্রকাশ করেন ডিসি মুঃ রেজা হাসান। তিনি বলেন, “সবার সহযোগিতা নিয়ে এবারের নির্বাচন হবে। আপনাদের সংবাদের জন্য সর্বোচ্চ সহযোগিতা করব এবং আপনারাও আমাকে সহযোগিতা করবেন।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল, আমার শহর পত্রিকার সম্পাদক গাজিউল হক সোহাগসহ জেলার বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

আরও পড়ুন