সোমবার ১৮ আগস্ট, ২০২৫

রাজশাহীতে তায়কোয়ানদো উচ্চতর প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

রাইজিং স্পোর্টস

Rising Cumilla - Taekwondo higher training workshop inaugurated in Rajshahi
রাজশাহীতে তায়কোয়ানদো উচ্চতর প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা সভাকক্ষে গত শনিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়েছে “তায়কোয়ানদো উচ্চতর প্রশিক্ষণ কর্মশালা ২০২৫” এর আনুষ্ঠানিক উদ্বোধন।

অনুষ্ঠানটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় আফিয়া আখতার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, রাজশাহী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন, জেলা ক্রীড়া অফিসার, রাজশাহী,জনাব মোঃ রেজাউল করিম- সভাপতি, বাংলাদেশ তায়কোয়ানদো ইউনিয়ন, জনাব এস এম সালাউদ্দীন রতন, সহ-সভাপতি, রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন, জনাব মোঃ মোজাফফর হোসেন বুলু, সাধারণ সম্পাদক ও প্রধান প্রশিক্ষক, রাজশাহী তায়কোয়ানদো দোজাং, জনাব মুমিত হাসান ব্রাইট, সাধারণ সম্পাদক ও প্রধান প্রশিক্ষক, রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন, এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়া থেকে আগত গ্র্যান্ড মাস্টার জু সাং লি, ব্ল্যাক বেল্ট ৮ম ড্যান, কুক্কিয়ন অনুমোদিত পুম ড্যান পরীক্ষক (১ম বিভাগ) এবং অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জনাব মোঃ সেকেন্দার আলী, ভারপ্রাপ্ত সভাপতি, রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি মাননীয় আফিয়া আখতার বলেন, আমি আজকের এই অনুষ্ঠানে বিশেষভাবে অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনারা সন্তানদের খেলাধুলায় যুক্ত করছেন—এটাই তাদের জন্য সবচেয়ে বড় উপহার। তায়কোয়ানদো শুধু শারীরিক সুস্থতা নয়, এটি শৃঙ্খলা, মানসিক দৃঢ়তা ও ইতিবাচক জীবন গঠনের একটি পথ।আমি বিশ্বাস করি, আপনারা যদি পাশে থাকেন এবং সন্তানদের খেলাধুলায় উৎসাহ দেন, তাহলে তারা শুধু রাজশাহীর নয়, সমগ্র বাংলাদেশের গর্ব হয়ে উঠবে। আজকের শিশুরাই আগামী দিনের বিশ্বমানের ক্রীড়াবিদ ও সুনাগরিক।

বক্তব্যে বাংলাদেশ তায়কোয়ানদো ইউনিয়ন এর সভাপতি জনাব মোঃ রেজাউল করিম বলেন- “তায়কোয়ানদো আজ শুধু একটি খেলা নয়, এটি আমাদের তরুণ প্রজন্মকে শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও দেশপ্রেমে উজ্জীবিত করার এক অসাধারণ মাধ্যম। রাজশাহীতে আয়োজিত এই কর্মশালা খেলোয়াড়দের আন্তর্জাতিক মানে প্রস্তুত হতে সহায়ক ভূমিকা রাখবে। আমি বিশ্বাস করি, এ আয়োজন ভবিষ্যতে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করবে।”

রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ও প্রধান প্রশিক্ষক জনাব মুমিত হাসান ব্রাইট বলেন- রাজশাহী শুধু শিক্ষা ও সংস্কৃতির নগরী নয়, এটি ক্রীড়ার এক সম্ভাবনাময় কেন্দ্র। তায়কোয়ানদোর মাধ্যমে আমরা রাজশাহীর খেলোয়াড়দের গড়ে তুলে বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে সম্মানের আসনে প্রতিষ্ঠিত করতে চাই। আমি বিশ্বাস করি, এই কর্মশালা আমাদের খেলোয়াড়দের বিশ্বমানের সাফল্যের পথে এক অনন্য মাইলফলক হবে।”

আয়োজন করেছে রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন, অনুমোদনে বাংলাদেশ তায়কোয়ানদো ফেডারেশন, ট্রেনিং সাপোর্টে বাংলাদেশ তায়কোয়ানদো ইউনিয়ন, এবং সার্বিক সহযোগিতায় জেলা ক্রীড়া সংস্থা, রাজশাহী।প্রশিক্ষণ কর্মশালা আগামী ১৬ই আগস্ট ২০২৫ইং থেকে ২২ই আগস্ট ২০২৫ইং তারিখ পর্যন্ত মোট সাতদিন চলবে, যেখানে অংশগ্রহণকারীরা কৌশলগত দক্ষতা, শৃঙ্খলা এবং আন্তর্জাতিক মানদণ্ডে প্রতিযোগিতার প্রস্তুতি গ্রহণ করবে।

 

আরও পড়ুন