
রাইজিং কুমিল্লা ডেস্ক
রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের নির্বাচন পর্যবেক্ষণ কাজে নিয়োগ দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে নির্বাচন ভবনে ৪০টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপের সূচনায় এ কথা জানান তিনি।
সিইসি বলেন, “নির্বাচন পর্যবেক্ষণে দায়িত্ব পালনকারীরা যদি রাজনৈতিক দলের প্রতি পক্ষপাত দেখান, তাহলে নিজেদেরই সুনাম ক্ষুণ্ণ হবে। নির্বাচন সংশ্লিষ্ট কারও দায়িত্বহীনতা ভালো নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে। তাই জাতির কাছে করা অঙ্গীকার পূরণে পর্যবেক্ষকসহ সবার সহযোগিতা প্রয়োজন।”
তিনি আরও উল্লেখ করেন, স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার আইন সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা জরুরি।
সংলাপে সিইসি পর্যবেক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সকলেই আইন মেনে নির্বাচন কর্মসূচি পালন করছে কিনা—এ বিষয়েও যথাযথভাবে নজর দিতে হবে।” দুপুরে আরও ৪১টি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপে বসবে কমিশন।
এদিন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, দেশীয় কোনো সংস্থা বিদেশি পর্যবেক্ষক নিয়োগ দিতে পারবে না। পাশাপাশি ভুয়া পর্যবেক্ষক শনাক্ত ও প্রতিরোধে পরিচয়পত্রে কিউআর কোড সিস্টেম চালু করা হবে বলেও জানান তিনি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC