বলিউড অভিনেত্রী ও হিমাচল প্রদেশের মান্ডির সংসদ সদস্য কঙ্গনা রানাউত আবারও রাজনীতি নিয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। সংসদ সদস্য হিসেবে এক বছর পূর্তির দ্বারপ্রান্তে এসে রাজনীতি থেকে উপার্জিত অর্থ নিয়ে তার খোলাখুলি মন্তব্যে বিস্মিত অনেকেই। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি রাজনীতিতে টিকে থাকার আর্থিক চ্যালেঞ্জ নিয়ে মুখ খুলেছেন।
কঙ্গনা রানাউত অকপটে বলেছেন, রাজনীতি করে যে উপার্জন হয়, তাতে জীবনধারণ করা অত্যন্ত কঠিন। একজন সংসদ সদস্য হিসেবে যে বেতন পান, তাতে ভালোভাবে জীবনযাপন করা প্রায় অসম্ভব।
তার কথায়, "এই দেশে একজন সংসদ সদস্যকে যে বেতন দেওয়া হয়, তার থেকে বাড়ির সহকারীদের বেতন দেওয়ার পর হাতে মাত্র ৫০-৬০ হাজার টাকার মতো থাকে।"
তিনি আরও যোগ করেন, এরপর কেন্দ্রের বিভিন্ন জায়গায় ঘুরে দেখতেও প্রচুর খরচ হয়, কারণ সেসব জায়গা অনেক দূরে, এমনকি কিছু প্রত্যন্ত অঞ্চলেও।
এই কারণেই কঙ্গনা মনে করেন, রাজনীতির পাশাপাশি অন্য কোনো পেশায় যুক্ত থাকা অপরিহার্য। তিনি বলেন, "রাজনীতি শখের পেশা। আপনি যদি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হন, তাহলে আপনার জন্য রাজনীতি আর পেশা হিসেবে থাকবে না। পাশাপাশি আপনার সে ক্ষেত্রে একটি চাকরিরও প্রয়োজন পড়বে।" তার মতে, অনেক সংসদ সদস্যই আইনজীবী কিংবা ব্যবসার সঙ্গে জড়িত। কঙ্গনা স্পষ্ট জানিয়েছেন, "আপনি যদি একজন সৎ মানুষ হন, তাহলে রাজনীতি করার পাশাপাশি আপনাকে অবশ্যই একটি চাকরি খুঁজতেই হবে।"
এর আগে এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেছিলেন, " আমি বেশ বুঝতে পারছি— রাজনীতি একেবারে অন্যরকম একটা কাজ। মূলত সমাজসেবা করা। একেবারেই বলব না— আমি এটা উপভোগ করছি। অতীত অভিজ্ঞতাও নেই। তাই আমি কোনো দিন মানুষের সেবা করব বলে ভাবিনি। "
কঙ্গনার এমন মন্তব্যে অনেকেরই মনে হচ্ছে, বছর ঘুরতে না ঘুরতেই রাজনীতি নিয়ে নিজের সুর বদল করলেন এই আলোচিত অভিনেত্রী ও রাজনীতিক।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC