মে ২২, ২০২৫

বৃহস্পতিবার ২২ মে, ২০২৫

রাজনীতিতে সুযোগ নিতে গিয়েই বিপদে পড়েন শিল্পীরা—বাপ্পারাজের ক্ষোভ

ছবি: সংগৃহীত

নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ, যিনি ‘মিস্টার স্যাক্রিফাইস’ বা ‘ব্যর্থ প্রেমের সফল নায়ক’ হিসেবে দর্শকদের কাছে পরিচিত, এবার শিল্পীদের রাজনীতিতে জড়ানো নিয়ে স্পষ্ট এবং বিস্ফোরক মন্তব্য করেছেন। তার মতে, একজন শিল্পীর পক্ষে একই সাথে অভিনয় এবং রাজনীতি করা মোটেও উচিত নয়।

বাপ্পারাজ মনে করেন, শিল্পীদের রাজনীতিতে প্রবেশ করলে তারা নানা রকম সুযোগ নেওয়ার চেষ্টা করেন এবং অন্যের তোষামোদ করতে বাধ্য হন।

তিনি বলেন, “একটা পেশায় যুক্ত থেকে যখন কেউ রাজনীতিতে যায়, তখন সে নানা রকম সুযোগ নেওয়ার চেষ্টা করে। অন্যের তোষামোদ করতে হয়। আমাদের শিল্পীদের মধ্যেও অনেকে এমনটি করেছে। আর সেই সুযোগ নিতে গিয়েই তারা বিপদে পড়েছে।”

নিজের দীর্ঘ অভিনয় জীবনে রাজনীতি থেকে দূরে থাকার কারণ হিসেবে বাপ্পারাজ বলেন, তিনি কখনো কোনো সুযোগ নিতে যাননি, শুধু পেশাগত কাজটাই করে গেছেন।

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক কারণে কিছু শিল্পী বিপাকে পড়লেও শিল্পী সমিতির নীরবতা নিয়ে তীব্র সমালোচনা রয়েছে। এ বিষয়ে বাপ্পারাজও ক্ষোভ প্রকাশ করে বলেন, “কিছু লোক যুক্ত হওয়ার পর সংগঠনটি একটি দলের চাটুকার হয়ে গিয়েছিল। মনে হতো, তারা কোনো রাজনৈতিক দলের মুখপাত্র হিসেবে কাজ করছে। বাইরের লোকজনকে এনে মালা পরানো হতো, আমাদের বলা হতো পাশে দাঁড়িয়ে ছবি তুলতে। এটা তো শিল্পীদের কাজ না। স্বার্থের জন্য তোষামোদ করাটাই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছিল।”

বাপ্পারাজের মতে, শিল্পীর সম্মান রক্ষা এবং শিল্পীদের পেশাগত স্বার্থ সংরক্ষণই সংগঠনের মূল কাজ হওয়া উচিত, রাজনৈতিক প্রচারে ব্যবহৃত হওয়ার জায়গা নয়।

আরও পড়ুন