বিপিএলের একাদশ আসরের ফাইনাল শেষে দলের অধিনায়ক তামিম ইকবাল প্রশংসার সাগরে ভাসিয়েছেন বরিশালের ফ্র্যাঞ্চাইজিকে। এবারের এই আসরে মাঝপথে হুট করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তিনি। গতকাল (শুক্রবার) বিসিবি তাকে আনুষ্ঠানিক ভাবে বিদায় জানিয়েছে। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও কয়েক বছর ঘরোয়া ক্রিকেট খেলতে চান দেশসেরা এই ওপেনার।
গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ভবিষ্যৎ নিয়ে তামিম বলেন, ‘রাজনীতি? এখন তো আমি রিটায়ার্ড, যদি আসিও, এখন ওই আলোচনাটা হবে না। তবে আল্লাহর রহমতে এরকম কোনও প্ল্যান নেই।’ তামিমের বিসিবিতে আসার গুঞ্জন বেশ লম্বা সময় ধরে। গতকাল সংবাদমাধ্যমে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওটা দেখা যাক।’
আন্তর্জাতিক ক্রিকেটের বিদায় নিয়ে তিনি বলেন, ‘আমার সিদ্ধান্তটা আমি বুঝেশুনেই নিয়েছি। সবকিছুর একটা সময় থাকে। ছোটবেলা থেকে যখন ক্রিকেট খেলতাম, সব সময় দোয়া করতাম যেন এমন সময় খেলাটা ছাড়তে পারি, মানুষ আমাকে এসে বলে, ‘তুমি আরও এক-দেড় বছর খেলতে পারতে’, আলহামদুলিল্লাহ, আমি সেই সুযোগটা পেয়েছি।’
তিনি আরও বলেন, ‘২০২৩ সালের বিশ্বকাপের আগে আমার কিছু সিদ্ধান্ত খুব গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে আমার ছেলের জন্য। আমি আরও খেলে যাই, এটা সে চেয়েছিল। তবে যদি ২০২৩ সালের ঘটনা না ঘটতো এবং বিরতি না পড়তো, হয়ত আরও এক-দেড় বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলতাম। কিন্তু সেই বিরতির পর বিভিন্ন বিষয় মাথায় এসেছে, তখনই সিদ্ধান্ত নিয়েছি। ফিরলে কেমন করবো, এটা নিয়ে ভাবিনি।’
এছাড় জয় নিয়ে তামিম বলেন, ‘আমার কথা আমার মনে হয়, অন্যটি (২০২৪ সালের) ভালো ছিল। বিশেষ করে এই কারণে যা কিছু ঘটেছিল, এরপর যেভাবে ফিরে এসেছি, আমি রান করেছি। প্রায় সব পুরস্কার মনে হয় পেয়েছিলাম। সেটা বিশেষ ছিল। তবে আজকের ইনিংস এই ধরনের ইনিংস বিশ্বাসটা দেয় আমার মধ্যে এখনও (ভালো করার সামর্থ্য) আছে।’
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC