ফেব্রুয়ারি ২২, ২০২৫

শনিবার ২২ ফেব্রুয়ারি, ২০২৫

রাজধানী ঢাকার খিলগাঁও তালতলা মার্কেটের পাশে ভয়াবহ আগুন

Horrific incident near Taltola Market in Khilgaon, Dhaka
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার খিলগাঁওয়ে তালতলা মার্কেটের পাশে একটি স-মিলে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।

আগুন নিয়ন্ত্রণে প্রথমে ২ ইউনিট কাজ করলেও পরবর্তীতে আরও একটি ইউনিট যোগ দেয়। ঘটনাস্থলে ইতোমধ্যে রওনা হয়েছে আরও কয়েকটি ইউনিট।

স্থানীয়রা জানান, প্রথমে এক কোণে আগুন লাগে। পরবর্তীতে একটি বিস্ফোরণ থেকে আগুন ছড়িয়ে পড়ে। ভেতরে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে বা কেউ আছেন কিনা এ বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি। তবে আশঙ্কা করা হচ্ছে ভেতরে কেউ আটকা পড়েছে। তবে উৎসুক জনতার ভীড়ের কারণে ফায়ারব সার্ভিসকে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, ওই এলাকায় একটি গাড়ির গ্যারেজ, রাবারের কাচামালের গোডাউন রয়েছে। কিছু গাড়ি বের করা সম্ভব হলেও অনেক গাড়ি পুড়ে গেছে বলে জানান তারা। ভেতরে অনেক সিলিন্ডার রয়েছে। এসব বিস্ফোরণের শঙ্কা করছেন তারা।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

তিনি জানান, রাত সাড়ে সাতটার দিকে আমাদের কাছে সংবাদ আসে খিলগাঁওয়ে দুতলা একটি স-মিলে আগুন লাগার ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে কেউ হতাহত হিয়েছে কিনা এ বিষয়ে কিছু জানা যায়নি।