বৃহস্পতিবার ১৩ নভেম্বর, ২০২৫

রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় আরও পাঁচ যানবাহনে আগুন

রাইজিং কুমিল্লা অনলাইন

রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় আরও পাঁচ যানবাহনে আগুন/ছবি: সংগৃহীত

রাজধানীর কমলাপুর এবং গোপালগঞ্জসহ সারাদেশের মোট পাঁচটি স্থানে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার রাত থেকে শুরু করে আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত এসব ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে, এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাশেদ বিন খালিদ বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস জানায়, রাত পৌনে তিনটার দিকে রাজধানীর কমলাপুর রেলস্টেশনের সামনে থেমে থাকা একটি হিউম্যান হলার-লেগুনায় আগুন দেওয়া হয়। রাত আড়াইটার দিকে টাঙ্গাইলের রাওয়াইলে থেমে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়। বাসটিতে কেউ ছিলেন না। রাত সাড়ে তিনটার পর মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি পেপার মিলের সামনে থেমে থাকা ট্রাকে আগুন দেওয়া হয়। গোপালগঞ্জের গণপূর্ত অফিসের পাশে দাঁড়িয়ে থাকা একটি পাজেরো ও পিকআপে অগ্নিসংযোগ করা হয়। এছাড়া জাজিরার শরিয়তপুরে একটি ট্রাকে আগুনের ঘটনা ঘটে। আজ ভোর পৌনে পাঁচটার দিকে গোপালগঞ্জে গণপূর্ত কার্যালয়ের সামনে থেমে থাকা একটি পিকআপে আগুন দেওয়া হয়।

উল্লেখযোগ্য যে, এর আগেও রাজধানী ঢাকাসহ সারাদেশে চোরাগোপ্তা হামলার খবর পাওয়া গিয়েছিল। মঙ্গলবার মধ্যরাত থেকে গতকাল বুধবার রাত ১টা পর্যন্ত সময়ে মোট ২০টি হামলার খবর পাওয়া যায়। এই হামলার মধ্যে ছিল একটি ব্যাংক, ১০টি বাস, একটি ট্রেন এবং একটি অটোরিকশায় অগ্নিসংযোগের ঘটনা। এছাড়াও, পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ এবং দুই স্থানে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছিল।

আরও পড়ুন