রাজধানীর মিরপুরে রাস্তায় পড়ে থাকা তারে বিদ্যুতায়িত হয়ে শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এতে বিদ্যুতায়িত হয়ে আহত হয়েছেন আরও ৫ জন। রাত সাড়ে ৯টার দিকে মিরপুরে কমার্স কলেজ সংলগ্ন ঝিলপাড় বস্তির বিপরীত পাশে রাস্তায় এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মিরপুর-১ নম্বর এলাকায় রাস্তার পাশের বৈদ্যুতিক তার ছিড়ে ৪ জন মারা গেছেন। বিদ্যুতায়িত হয়ে আহত হয়েছেন আরও কয়েকজন।
পুলিশ জানায়, নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের। তাঁরা হলেন, মো. মিজান (৩০), তাঁর স্ত্রী মুক্তা বেগম (২৫) ও মেয়ে লিমা (৭)। এই দম্পতির সাত মাস বয়সী ছেলে হোসাইনকে গুরুতর আহত অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ বলছে, এই পরিবারকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ অনিক (২০) নামে আরেক তরুণের মৃত্যু হয়েছে। এরা সবাই ঝিলপাড় বস্তির বাসিন্দা।
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ঢাকায় বজ্রপাতসহ প্রবল বৃষ্টি হয়। কাঁঠালবাগানসহ গ্রিনরোডের রাস্তায় পানি। বিদ্যুৎ অফিসে মূল মিটারের জায়গায় পানি উঠে যাওয়ায় এ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে।
এ ছাড়া ধানমন্ডি, মিরপুর, ফার্মগেটসহব বিভিন্ন সড়কে পানি উঠে যাওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। অনেক গাড়ি রাস্তায় বিকল হয়ে পড়ে থাকতে দেখা গেছে। রাত বাড়লেও সড়কে যানজন কমেনি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC