রাজধানী ঢাকারর মিটফোর্ড হাসপাতাল এলাকায় প্রকাশ্য দিবালোকে এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে আঘাত করে নৃশংসভাবে হত্যা এবং হত্যার পর তার নিথর দেহের উপর দাঁড়িয়ে খুনিদের উল্লাস করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বীভৎস এই দৃশ্য দেখে স্তম্ভিত দেশের মানুষ, ক্ষোভে ফুঁসছে দেশ।
ঘটনাটি ঘটেছে গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে। ঘটনার পর পুলিশ মাহমুদুল হাসান মহিন ও তারেক রহমান রবিনকে আটক করে। পরে কোতোয়ালি থানায় একটি হত্যা ও একটি অস্ত্র মামলা দায়ের হয়।
নিহত মো. সোহাগ (৪৩) পেশায় একজন ভাঙারি ব্যবসায়ী ছিলেন। প্রত্যক্ষদর্শী ও ভিডিও ফুটেজ অনুযায়ী, কয়েকজন ব্যক্তি মিলে তাকে প্রকাশ্যে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে। এক পর্যায়ে রক্তাক্ত অবস্থায় তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। মৃত্যু নিশ্চিত হওয়ার পর হামলাকারীরা লাশ ঘিরে উল্লাসে মেতে ওঠে— যা সামাজিক মাধ্যমে বয়ে এনেছে তীব্র প্রতিক্রিয়া ও নিন্দার ঝড়।
এই নৃশংসতার ভিডিও ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও নাগরিক মহলে তীব্র ক্ষোভ দেখা দেয়। অনেকেই পোস্ট করে শোক ও রাগ প্রকাশ করছেন, দাবি তুলছেন দৃষ্টান্তমূলক শাস্তির।
এদিকে এই নির্মমভাবে হত্যার ঘটনায় পৃথক দুই মামলায় দুইজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।
এর মধ্যে গ্রেফতার মাহমুদুল হাসান মহিনের ৫ দিন ও তারেক রহমান রবিনের ২ দিন রিমান্ড মঞ্জুর করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন। শুক্রবার আদালতে কোতোয়ালি থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই তানভীর এ তথ্য গণমাধ্যমকে জানান।
তিনি বলেন, ভাঙারি ব্যবসায়ীকে হত্যার ঘটনায় কোতোয়ালি থানায় দুটি মামলা হয়। একটি হত্যা মামলা, অপরটি অস্ত্র মামলা। এর মধ্যে হত্যা মামলায় মাহমুদুল হাসান মহিনকে ৫ দিন এবং তারেক রহমান রবিনকে অস্ত্র মামলায় ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
ক্ষোভে ফুঁসে উঠেছে সামাজিক মাধ্যম:
এনসিপি নেতা সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে লিখেছেন, ‘সবাই খারাপ কিন্তু উনি ভালো— বাংলাদেশে এই নাটক আর চলবে না। আপনার দলের নেতাকর্মী নামধারী কিছু নরপিশাচকে সামলান, জনাব তারেক রহমান। যেভাবে আওয়ামী লীগের করা হত্যার দায় হাসিনার ওপর বর্তায়, একই নিয়মে বিএনপি, যুবদল, ছাত্রদলের খুনের দায়ও আপনার কাঁধে বর্তায়। চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে উলঙ্গ করে, পাথর মেরে হত্যা করে তার লাশের ওপর নৃত্য করছে আপনার কর্মীরা। এটা কোনো সভ্য সমাজের চিত্র নয়। এই প্রজন্ম ছাড় দিতে পারে, কিন্তু ভোলে না।’
ব্যক্তিগত শোক ও ঘৃণা প্রকাশ করে লতিফুল ইসলাম নামের একজন লিখেছেন, ‘ভিডিওটা বীভৎস, শেয়ার করার মতো না।’
তৌহিদুজ্জামান রাসেল নামে একজন লিখেছেন, যারাই এই নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা জানে বিচার বলতে কিছু নাই,নাই কোনো আইন...
আমি সরকারে থাকলে চার রাস্তার মোড়ে এনে ওপেন ফায়ারের নির্দেশ দিয়ে দিতাম খুনীদের...যাতে বাকিরা কারো গায়ে হাত তোলার আগেও কেঁপে উঠে...!
নাজমুল ইসলাম নামের আরেকজন বলেন, ‘মিডফোর্ডের ভিডিওটা দেখে মনের ভেতরটা কেঁপে উঠেছে। পাথর দিয়ে একজন মানুষকে জনসম্মুখে পিটিয়ে মারা হয়েছে। সুস্থ মানুষ হলে এই ভিডিও দেখার সাহস হবে না। আমরা কী তাহলে জাহেলিয়াতে বাস করছি?’
গণমাধ্যমকর্মী রবিউল ইসলাম ফেসবুকে লিখেছেন, ‘আহা! কী ভয়ঙ্কর দৃশ্য! হিংস্র দানবগুলোর কঠিন থেকে কঠিনতর শাস্তি হওয়া উচিত।’
শিক্ষার্থী রাজিউর রহমান লিখেছেন, ‘এই দৃশ্যে বিএনপি শুধু আওয়ামী লীগকে ছাড়িয়ে যায়নি, ইসলামের ইতিহাসও ছাড়িয়ে গেছে। আইয়ামে জাহেলিয়াতের চেয়েও বর্বর এই কায়দা। নানা ধরনের হত্যাকাণ্ড দেখেছি, কিন্তু জনসমক্ষে পাথর দিয়ে মাথা থেঁতলে মানুষ হত্যা— এটা কোনোদিন ভাবিনি।
গণমাধ্যমকর্মী আকরাম হোসেন মন্তব্য করেন, ‘এটা কোনো বলিউড সিনেমার দৃশ্য নয়, পুরান ঢাকার বাস্তব চিত্র। ১৭ বছর ধরে মজলুম ছিল যারা, এখন তারাই জালিম হয়ে উঠেছে। কী নির্মম অন্ধকারের দিকে আমরা এগোচ্ছি!’
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। তারা বলছেন, এই ধরনের বর্বর ঘটনা যদি দিনে-দুপুরে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ হাসপাতাল এলাকায় ঘটে, তাহলে নিরাপত্তা কোথায়?
রাজনৈতিক পরিচয়ে আড়াল পাওয়া অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট দলগুলোরও দায়িত্ব রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন সামাজিক আন্দোলন কর্মী, নাগরিক সমাজ এবং সাধারণ মানুষ। অনেকেই লিখেছেন, ‘এই বর্বরতার জবাবে আইনের মাধ্যমে দৃষ্টান্ত উপস্থাপন না করলে ভবিষ্যতে এমন দৃশ্য আরও ভয়ঙ্কর হয়ে উঠবে।’
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC