ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্যসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের পাঁচ নেতাকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন-সাবেক এমপি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিনা ইসলাম (৫০), চৌদ্দগ্রামের সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া ওরফে হাসান, চাঁদপুরের মতলব দক্ষিণ পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আওলাদ হোসেন লিটন (৫৪), মাদারীপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিসেস নার্গিস আক্তার (৫৪), শাহবাগ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহমুদ হোসেন (৩৪)।
ডিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (৯ মে) ও শনিবার (১০ মে) রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিবি জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা সংঘবদ্ধভাবে রাজধানীতে আইনশৃঙ্খলা বিঘ্নের চেষ্টা, ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিলেন।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC