রাজধানী ঢাকার খিলগাঁওয়ে সিএনজিচালিত অটোরিকশা চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় চুরি হওয়া অটোরিকশাও উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গতকাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আলাল (৩০), মিঠু সাহা (২০) ও বাছির মিয়া (৩৮)। এ ঘটনায় মোহাম্মদ মাসুদ চৌধুরী খিলগাঁও থানায় একটি মামলা করেন।
তিনি বলেন, মামলাটি তদন্তকালে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানা পুলিশের সহায়তায় ওই এলাকার বুধাইরকান্দি থেকে অটোরিকশা চুরির সঙ্গে জড়িত আলাল ও মিঠু সাহাকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার বাঙ্গরা বাজার থানা পুলিশের সহায়তায় বাছির মিয়াকে গ্রেপ্তার করা হয়।
এসময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার বাঙ্গরা বাজারের পৈয়াপাথর এলাকার আনোয়ার হোসেনের গ্যারেজ থেকে চুরি হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC