ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।ছোট পর্দার বাইরে এখন কাজ করছেন চলচ্চিত্র ও ওটিটি প্ল্যাটফর্মেও। এবার দেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলার সিনেমায় অভিনয় করছেন তিনি।
কলকাতার পরিচালক প্রতিম ডি গুপ্তা নির্মাণ করছেন ‘চালচিত্র’ শিরোনামে সিনেমা। এতে অভিনয় করছেন অপূর্ব। বর্তমানে এ সিনেমার শুটিং নিয়ে কলকাতায় ব্যস্ত সময় পার করছেন তিনি।
এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, সিনেমাটি নিয়ে আগেভাগে কিছুই বলতে চাই না। তবে গল্পের অনেকগুলো সাব প্লট আছে। আমি আসলে সোজা কথা বলতে পছন্দ করি। কিন্তু কী বলতে কী বলব, তাই চুপ করে আছি।
এবং যাদের সঙ্গে রাগ করার প্রয়োজন পড়েছে, তাদের ওপর রাগ করেছি। আমি তো ‘সাইকোপ্যাথ’ নই। অযথা রাগ করব কেন? আমি খুব সাধারণ একটা ছেলে। হাসিখুশি থাকতে ভালোবাসি। কেউ আমার সামনে আনন্দ করলে, সেটা দেখতে ভালো লাগে।
জীবনটা তো খুব ছোট। চেষ্টা করি সবার সঙ্গে ভালো ব্যবহার করার। রাগ হওয়ার মতো কারণ থাকলে তখন তো রাগ দেখাতেই পারি।
তিনি আরও বলেন, আসলে একেকজন মানুষ একেক রকমভাবে ভাবেন। আমাকে কে কীভাবে দেখছেন— সেটা তাদের সমস্যা। আমি কেমন, সেটা আমি জানি ও উপরওয়ালা জানেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC