
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) প্রেসক্লাবের ২০২৫–২৬ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই) বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও দৈনিক কালের কণ্ঠ-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাদমান রাকিন।
সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও দৈনিক ভোরের বাণী-এর প্রতিনিধি মো. নাঈমুর রহমান।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও দৈনিক নয়া দিগন্ত-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাজিদ খান।
যুগ্ম সাধারণ সম্পাদক: মিলন হোসাইন (দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন), দপ্তর সম্পাদক: মো. তৌফিকুল ইসলাম (দৈনিক স্বদেশ প্রতিদিন),৷ পাঠাগার ও প্রশিক্ষণ সম্পাদক: মো. রবিউল আউয়াল (দৈনিক গণকণ্ঠ),অর্থ সম্পাদক পদে জসীম উদ্দিন জয় (দৈনিক প্রতিদিনের বাংলাদেশশ), প্রচার ও প্রকাশনা সম্পাদক: মেহেদী হাসান রনি (Banglanews24) এরা সকলে বিশ্ববিদ্যালয়ের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও আমার ক্যাম্পাস-এর প্রতিনিধি মো. হিমেল রানা।
মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) দুপুর ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রপরামর্শ ও নির্দেশনা দপ্তরের অফিস কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১৭ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রপরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ও পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা (ইএসডিএম) বিভাগের সহযোগী অধ্যাপক ড. শিবলুর রহমান। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল বারেক এবং ফলিত গণিত বিভাগের সহকারী অধ্যাপক জামাল উদ্দিন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC