অভিনেত্রী মেহজাবীন চৌধুরী শুক্রবার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রহস্যময় লুকে চমকে দিলেন সকলকে।
চোখেমুখে বিস্ময়! কাজলে লেপ্টে থাকা অশ্রু বেয়ে পড়ছে। মুখে অক্সিজেন মাস্ক। মাথায় জড়ানো ফুলের ব্যান্ড। দীর্ঘদিন পর মেহজাবীনের নতুন কাজের খবর ও লুক পোস্টারটি প্রকাশের পর নেটদুনিয়ায় বেশ রহস্যের জন্ম দিয়েছে। নেটিজেনরা যেন চিনতেই পারছেন না অভিনেত্রীকে। তাদের বিস্ময়, এ কোন মেহজাবীন!
আইস্ক্রিন কর্তৃপক্ষ বলছে, সব প্রশ্নের উত্তর মিলবে ‘আমি কী তুমি?’ শিরোনামে আট পর্বের ওয়েব সিরিজে, যা শিগগির মুক্তি পাবে।
ওয়েব সিরিজটি নির্মাণ করছেন ‘পুনর্জন্ম’ খ্যাত নির্মাতা ভিকি জাহেদ। তিনি জানান, ১৭দিন শুটিং করেছেন, যা ওটিটি কনটেন্টের জন্য যথেষ্ট সময়।
ভিকি গণমাধ্যমে বলেন, এটা আমার একটা ভিন্নধর্মী কাজ। সাম্প্রতিক সময়ে আমার নির্মাণে থ্রিলার-হরর ধাঁচের কাজে বেশি দেখা গেছে। এবার একটু ভিন্ন পথে হাঁটলাম। এই ওয়েব সিরিজে দর্শক রোম্যান্স-ড্রামা-ট্র্যাজেডি-কমেডি অনেক কিছুর স্বাদ পাবেন। আর আমার স্বভাবজাত সাসপেন্স-থ্রিল তো থাকছেই।
জানা গেছে ‘আমি কী তুমি’ নামের এই ওয়েব সিরজের সাতটি পর্ব থাকবে। এতে তিথি নামের চরিত্রে অভিনয় করবেন মেহজাবীন।এতে আর কে কে থাকছেন তা এখনই প্রকাশ করতে নারাজ নির্মাতারা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC