
মনের সুখে হাঁটছি, না আছে দুঃখ না ভয়।
আপন মানুষ আছে পাশে, এবার সব করব জয়।
হঠাৎ দেখি গলায় দড়ি,পায়ে বেড়ি।
আপন আপন করিতে মন, আপন নাহি ছাড়ি ।
পিছনে তাকিয়ে দেখি তারাই ধরিয়া রেখেছে টানি ।
শরীরের থেকে মন পেল বড় আঘাত।
এটি করল আমার স্বপ্নে ব্যাঘাত।
চলছি আপন মানুষ পলে।
মনের দুঃখ চেপে, চোখে অভিমানের জল ঢেলে
ভাবলাম হৃদয়কে পাথর করে স্বপ্ন নিয়ে থাকি
আবার মন পরকে আপন ভেবে খায় যে ফাঁকি।
আপন আপন কররে মন আপন কেহ নয়
একা এসেছো, একা যাবে, একা করতে হবে জয়।
মন তুমি করো না ভয়, হবে না তোমার পরাজয়
নিজেকে আপন করে এগিয়ে যাও তুমি
মানুষ হয়না আপন, সবাই স্বার্থপ্রেমী।
যদি থাকতে চাও সুখে
ভর করো না লোকে।
লেখক: আলী আকবর শুভ