
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশীকে ঘিরে একসময় গুঞ্জন ছড়িয়ে পড়েছিল—তারা নাকি প্রেম করছেন। তবে সেই জল্পনা বেশিদিন টেকেনি। কারণ কাজ ছাড়া শুভ প্রায়ই আড়ালে থাকেন, ব্যক্তিজীবন নিয়েও তিনি যেমন স্পষ্টভাষী, তেমনি অত্যন্ত ব্যক্তিপরায়ণ।
তবুও কৌতূহলটা পুরোপুরি থেমে যায়নি। আর এবার যেন সেই নিঃশব্দ কৌতূহলকে নতুন করে জাগিয়ে তুললেন নায়ক–নায়িকা নিজেরাই।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে প্রায় একই সময়ে একই ধাঁচের দুটি ছবি শেয়ার করেছেন তারা। ছবিতে দেখা যায়, শিউলী ফুল আঁকা শাড়িতে ঐশী শুভর বুকে মাথা রেখে আবছা আলোয় ধরা দিয়েছেন—যেন ছবিই বলে দিচ্ছে তাদের গল্প।
রহস্য আরও ঘনীভূত হয়েছে ক্যাপশনে। আরিফিন শুভ তাঁর ছবির ক্যাপশনে লিখেছেন— ‘তোরে এত ভালবাসি, আর বলব কতবার।’
আর ঐশীও যেন সেই বাক্যের প্রতিধ্বনি হয়ে লিখেছেন—‘যদি হারাস একটিবার, মরে যাব শতবার।’
দুটি ছবি, দুটি ক্যাপশন—কিন্তু সুর একই।
ফলে আবারও উঁকি দিচ্ছে পুরনো প্রশ্ন: শুভ–ঐশীর সেই গুঞ্জন কি ফিরে আসছে? নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গল্প?
এদিকে শোনা যাচ্ছে, রায়হান রাফী পরিচালিত এই জুটির আলোচিত সিনেমা ‘নূর’ শিগগিরই বায়োস্কোপ প্লাসে মুক্তি পেতে পারে। তাই নেটিজেনদের সন্দেহ আরও ঘনীভূত—এ কি সিনেমার অঘোষিত প্রচারণা, নাকি সত্যিই পর্দার বাইরেও রয়েছে কোনো অনুচ্চারিত টান?
এ প্রশ্নের উত্তর সময়ই বলে দেবে।










