বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পোষ্টারবয় সাকিব আল হাসান তার ভেরিফায়েড ফেসবুক পেজে রহস্যময় এক স্ট্যাটাস দিয়েছেন। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা। তিনি বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১১ টায় লেখেন, 'আমি আর খেলবোনা। খেলবে কে জানাচ্ছি…।'
তবে কেন এমন স্ট্যাটাস দিয়েছেন তিনি, তা এখনো পরিষ্কার করেননি টাইগার অলরাউন্ডার।
এদিকে সাকিল আল হাসানের এমন স্ট্যাটাসে মন্তব্যের ঝড় বয়ে যাচ্ছে।। কেউ আবার মনে করছেন কোন বিজ্ঞাপনের প্রচারণাও হতে পারে। হঠাৎ কেনো এমন স্ট্যাটাস তার জন্য হয়ত আরও কিছু সময় অপেক্ষা করতে হবে ক্রিকেটপ্রেমীদের।
এদিকে বাংলাদেশ দল যখন এশিয়া কাপের প্রস্তুতি শুরু করে, তখন সাকিব ব্যস্ত ছিলেন দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে। কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলে পরে যোগ দেন শ্রীলঙ্কার লঙ্কা প্রিমিয়ার লিগে। এ দুই টুর্নামেন্টের জন্য ২০ আগস্ট পর্যন্ত ছুটিতে ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক।
অপরদিকে তামিম ইকবাল ওয়ানডে দলে অধিনায়কত্ব ছাড়ার পর সাকিবকে নেতৃত্বভার তুলে দেওয়া হয়। টাইগার দলের দায়িত্ব গ্রহণের পর আজই প্রথমবারের মতো দলের সব ক্রিকেটারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। যেখানে আসন্ন এশিয়া কাপকে কেন্দ্র করে বেশ কিছু বিষয় নিয়েও আলোচনা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC