
চলতি রমজান মাস ও ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ডাকাতি প্রতিরোধে অতিরিক্ত ২৫০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। কুমিল্লা অঞ্চলের মহাসড়কগুলোতে নিয়মিত সদস্যদের পাশাপাশি অতিরিক্ত পুলিশ সদস্যরা নিরাপত্তা নিশ্চিতে কাজ করবেন।
হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মো. খায়রুল আলম জানান, আগামী এক মাসের জন্য সড়ক নিরাপত্তা জোরদার করতে এই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে প্রাধান্য দিয়ে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হচ্ছে।
তিনি বলেন, কুমিল্লা অঞ্চলের ২২টি হাইওয়ে থানায় নিয়মিত কার্যক্রমের সঙ্গে অতিরিক্ত পুলিশ সদস্যরা যুক্ত হলে নিরাপত্তা আরও কঠোর হবে।
গতকাল সকাল থেকে কুমিল্লা দাউদকান্দি থানা থেকে চট্টগ্রাম বারো আউলিয়া থানা পর্যন্ত টহল ও চেকপোস্ট দ্বিগুণ করা হয়েছে। বিশেষ করে রাতের বেলায় নিরাপত্তা জোরদার করতে কঠোর নির্দেশনা দিয়েছে হেডকোয়ার্টার।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতের আতঙ্ক বেড়েছে। গত ২৭ ফেব্রুয়ারি এবং ১ মার্চ রাতে মহাসড়কের চৌদ্দগ্রামের ফাল্গুন করা এলাকায় দুটি ডাকাতির ঘটনা ঘটে। যা নিয়ে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়। এসব ঘটনার পর প্রশাসন নড়েচড়ে বসে।
এ ঘটনায় গত শনিবার (২ মার্চ) মিয়ার বাজার হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিনকে প্রত্যাহার করা হয়। তার স্থলে নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সাইফুল ইসলামকে নিযুক্ত করা হয়। আগে ওই হাইওয়ে থানা অংশে পুলিশের দুটি টহল দল কাজ করলেও তা বাড়িয়ে ৫টিতে বৃদ্ধি করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।