বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে অভিনেত্রী তৃপ্তি দিমরির ‘অ্যানিমেল’ সিনেমার অন্তরঙ্গ-নগ্ন দৃশ্য দর্শকদের হৃদয়ে ঝড় তুলেছে। এমন দৃশ্যে অভিনয়ের পর তৃপ্তির জনপ্রিয়তা এখন তুঙ্গে।
রণবীর কাপুরের সঙ্গে অন্তরঙ্গ-নগ্ন দৃশ্যে অভিনয় রাতারাতি তার ফলোয়ার বাড়িয়ে দিয়েছে। মাত্র ৬ লাখ থেকে ৩.২ মিলিয়ন, খুব দ্রুত বেড়েছে তার ফলোয়ার সংখ্যা। এর একটিই কারণ, সাহসী দৃশ্যে তার অভিনয়।
এদিকে সাহসী দৃশ্যে তার অভিনয়ের জন্য তার বাবা-মায়ের কী প্রতিক্রিয়া ছিল সে বিষয়ে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘রণবীরের সঙ্গে ওই অন্তরঙ্গ দৃশ্য দেখার পর আমার বাবা-মা একটু হতবাকই হয়েছিলেন। আমাকে বলেন, তারা কখনও এ ধরনের ছবি দেখেননি। আমি এমন দৃশ্যে অভিনয় না করলেই পারতাম।’
[caption id="" align="alignnone" width="1200"] ‘অ্যানিমেল’ সিনেমার দৃশ্যে রণবীর কাপুর ও তৃপ্তি দিমরি | ছবি: সংগৃহীত[/caption]
তৃপ্তি আরও বলেন, মেয়ের দিক থেকে বিষয়টি বুঝেছেন বাবা-মা। পরক্ষণেই বলেছেন, ‘ঠিক আছে। অভিভাবক হিসেবে তোমার বিষয়টি আমরা অবশ্যই বুঝবো।’
তৃপ্তি দিমরির জন্ম ১৯৯৪ সালের ২৩ ফেব্রুয়ারি। তিনি কমেডি চলচ্চিত্র ‘পোস্টার বয়েজ’ (২০১৭)-এ অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন ২০১৭ সালে। এরপর প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র ‘লায়লা মজনু’তে প্রথম মুখ্য ভূমিকায় অভিনয় করেন। এরপর থেকে তিনি অনভিতা দত্তের চলচ্চিত্র ‘বুলবুল’ এবং ‘কালা’তে অভিনয় করেছেন। তিনি ফোর্বস এশিয়ার ২০২১ সালের থার্টি আন্ডার থার্টি তালিকায় স্থান পেয়েছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC