
অপরাজেয় তারুণ্য (ইউওয়াইপি প্রজেক্ট), রংপুর শাখার আয়োজনে উত্তর শেখ পাড়া সাঁওতাল পল্লীতে “থিয়েটার ফর SRHR” শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় উত্তর শেখ পাড়া সাঁওতাল পল্লীতে এ নাটক অনুষ্ঠিত হয়৷
এ আয়োজনে “আলোয় আলোয় নতুন জীবন” নামে একটি সচেতনতা মূলক নাটক পরিবেশিত হয়, যা কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় কমিউনিটির কিশোর-কিশোরীদের সমন্বয়ে গঠিত নাট্যদল উপস্থাপন করে।
অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অপরাজেয় তারুণ্য রংপুর শাখার প্রজেক্ট অফিসার জনাব অনিমেষ রায় এবং সঞ্চালনা করেন ইয়ুথ অফিসার স্বর্ণালী আচার্য। বক্তারা তাদের বক্তব্যে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার (SRHR) বিষয়ে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা, বাল্যবিবাহ প্রতিরোধ, নিরাপদ মাতৃত্ব এবং কিশোর-কিশোরীদের সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন।
আলোচনার পরপরই পরিবেশিত নাটক “আলোয় আলোয় নতুন জীবন”-এ বাল্যবিবাহের কুফল, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের উপায়, বয়ঃসন্ধিকালের পরিবর্তন ও দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণ এবং নিরাপদ মাতৃত্ব বিষয়ে বার্তা তুলে ধরা হয়। নাট্য নির্দেশক ছিলেন জনাব মোঃ রুমান শেখ এবং সহযোগী নির্দেশক হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মোঃ সাজিম ইসলাম।
নাটক শেষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা উচ্ছ্বাসের সঙ্গে অংশ নেয় এবং সঠিক উত্তরদাতাদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানের শেষে সভাপতি সকল অংশগ্রহণকারী ও আয়োজকদের ধন্যবাদ জানিয়ে “আলোয় আলোয় নতুন জীবন” অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করেন।









