বুধবার ২৯ অক্টোবর, ২০২৫

রংপুরে অপরাজেয় তারুণ্যের উদ্যোগে ‘হেলথ এডভোকেসি ক্যাম্পেইন’ অনুষ্ঠিত

বেরোবি প্রতিনিধি

Rising Cumilla -'Health Advocacy Campaign' held in Rangpur under the initiative of Aparajeyo Tarunya
রংপুরে অপরাজেয় তারুণ্যের উদ্যোগে 'হেলথ এডভোকেসি ক্যাম্পেইন' অনুষ্ঠিত/ছবি: প্রতিনিধি

রংপুরে এরশাদ নগরের চিনিয়া পাড়ায় অপরাজেয় তারুণ্যের উদ্যোগে ‘হেলথ এডভোকেসি ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) দুপুর আড়াই টায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে এরশাদনগর (চিনিয়াপাড়া) কমিউনিটির অধিবাসীগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

অপরাজেয় তারুণ্য (UYP Project), রংপুর ইয়ুথ অফিসার স্বর্ণালী আচার্যের সঞ্চালনায় এবং প্রজেক্ট অফিসার অনিমেষ রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা এই ক্যাম্পেইনের গুরুত্ব ও উদ্দেশ্য তুলে ধরেন।

আয়োজন নিয়ে বলতে গিয়ে ডাঃ আনিসুর রহমান বলেন, এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য হলো সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা, প্রজনন ও যৌন স্বাস্থ্য অধিকার (SRHR) সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা, এবং মানসিক স্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কে জনগণকে অবহিত করা।

অনুষ্ঠানে বক্তারা সবাইকে স্বাস্থ্য অধিকার সম্পর্কে সচেতন হয়ে নিজের ও পরিবারের সুস্থতার জন্য উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

তারা বলেন, বাংলাদেশের প্রতিটি নাগরিককে তার স্বাস্থ্য ও অধিকার সম্পর্কে সচেতন করার মাধ্যমে সার্বিক স্বাস্থ্য ও সুস্থতা নিশ্চিত করা গেলে তা পূর্ণাঙ্গ স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

তারা আরও বলেন, আমাদের দেশে এখনো যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে আলোচনা করা বা সচেতন হবার ক্ষেত্রে আমরা ইতস্তত বোধ করি; বিষয়গুলোকে আমরা এক প্রকার ট্যাবু করে রাখি। কিন্তু এই ট্যাবু করে রাখার কারণে সৃষ্ট অসচেতনতা ও অজ্ঞতার কারণে আমরা প্রতিনিয়ত নানা প্রাণঘাতী রোগে আক্রান্ত হচ্ছি। এতে এইসব প্রতিরোধযোগ্য কারণে মৃত্যু ঠেকানো যেমন কঠিন হয়ে পড়ছে, তেমনি আর্থ-সামাজিক ক্ষতির মুখে পড়ছে দেশ; বাধাগ্রস্ত হচ্ছে দেশীয় সমৃদ্ধি। ফলে সময় এসেছে আমরা আমাদের যৌন ও প্রজনন স্বাস্থ্য নিয়ে সচেতন হবো, কথা বলবো। নিজে সচেতন হবো ও অন্যদের সচেতন করবো এবং একই সাথে সুস্থ, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অবদান রাখবো।

আলোচনা শেষে উপস্থিত সদস্যদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ, ব্লাড গ্রুপ পরীক্ষা, ব্লাড প্রেসার নির্ণয় ও কাউন্সেলিং সেবা প্রদান করা হয়। পাশাপাশি অনুষ্ঠান চলাকালীন সময়েস্বাস্থ্য বিষয়ক বিভিন্ন তথ্যসম্বলিত ‘মনে রাখবো ১০টি বিষয়’ শীর্ষক একটি প্রদর্শনীরো আয়োজন করা হয়।

রংপুরের ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আনিসুর রহমান গাইনী ও মেডিসিন বিষয়ে পরামর্শ দেন,রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার প্রজনন স্বাস্থ্য ও শিক্ষা কার্যক্রম (RHSEP) ল্যাব টেকনিশিয়ান শাহ মোঃ কবিউল হোসেন ব্লাড গ্রুপ ও ব্লাড প্রেসার নির্ণয় করেন। মানসিক স্বাস্থ্য ও SRHR বিষয়ে কাউন্সেলিং করেন RHSTEP রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার কাউন্সেলর রাফিয়া খন্দকার।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দৈনিক মানবজমিন বিশ্ববিদ্যালয় প্রতিনিধি গাজী আজম হোসেন এবং আরএইচস্টেপ-রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার একাউন্টস এন্ড এডমিন অফিসার তৌফিক আহম্মেদ।

ক্যাম্পেইনের শেষে উপস্থিত প্রত্যেক অংশগ্রহণকারীর হাতে স্যানিটারি ন্যাপকিন উপহার হিসেবে প্রদান করা হয়।

আরও পড়ুন