নভেম্বর ২৩, ২০২৪

শনিবার ২৩ নভেম্বর, ২০২৪

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের পদত্যাগ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের পদত্যাগ
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের পদত্যাগ। ছবি: প্রতিনিধি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ পদত্যাগ করেছেন।

শনিবার (১৭ আগস্ট) ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের অতিরিক্ত পরিচালক ও অফিস প্রধান মোহাম্মদ আলী।

উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগের পর থেকেই বেরোবিতে যেন পদত্যাগের হিড়িক পড়ে। একে একে পদত্যাগ করেন বেরোবির উপাচার্য, প্রক্টর, পরিবহণ পরিচালক, গ্রন্থাগার পরিচালক, বঙ্গবন্ধু হল ও শহীদ মুখতার এলাহি হলের প্রভোস্টসহ সহকারী প্রভোস্টরা।